ফাইল চিত্র।
বাংলা কমিকের প্রবাদপ্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথের স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। শনিবার রাত থেকে তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। এর আগে বাইপ্যাপ সাপোর্টে ছিলেন। কিন্তু তাতেও শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমছিল। বাড়ছিল কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। ঝুঁকি না নিয়ে তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
৯৭ বছরের নারায়ণ দেবনাথ বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন অনেক দিন থেকেই। আগেও একাধিক বার চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ বারের সমস্য আরও গুরুতর বলে মনে করছেন চিকিৎসকরা। কিডনির সমস্যা জটিলতর হয়েছে। জল জমেছে ফুসফুসে।
মেডিসিন বিশেষজ্ঞ সমরজিৎ নস্করের তত্ত্বাবধানে আছেন তিনি। এ ছাড়াও বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল টিমও তৈরি করা হয়েছে তাঁর জন্য।