ববি হাকিম।
শুক্রবার নারদ মামলার শুনানির পর কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ৪ নেতা-মন্ত্রীকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে। এঁদের মধ্যে প্রেসিডেন্সি জেলে বন্দি রাজ্যের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিমকে বাড়িতে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে। তিনি আজই বাড়ি ফিরতে চলেছেন বলে প্রশাসন সূত্রের খবর। তাঁর বাড়ির সামনেও শুরু হয়েছে তৃণমূল কর্মীদের তৎপরতা।
কিন্তু এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অন্য ৩ নেতা-মন্ত্রী কবে বাড়ি ফিরবেন, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এ ক্ষেত্রে চিকিৎসকদের মতামতের বিষয়টি গুরুত্বপূর্ণ। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের চিকিৎসায় ইতিমধ্যেই মেডিক্যাল বোর্ড গঠন করেছেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের বাড়ি ফেরার বিষয়টি সেই বোর্ডের মতামতের উপরেই নির্ভর করছে। সেই বোর্ড ৩ নেতা-মন্ত্রীকে আপাতত হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন বলেই এসএসকেএম সূত্রের খবর।