কিশোরীকে হেনস্থা, রুখে দাঁড়ানোয় বোমা বাড়িতে

এক কিশোরীকে ক্রমাগত উত্ত্যক্ত করছিল এলাকারই এক যুবক। প্রতিবাদ করায় মেয়েটির বাড়িতে বোমা ছুড়ল সে। সেই বিকট শব্দে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক শিশু। বৃহস্পতিবার রাতে নদিয়ার শান্তিপুরে এই ঘটনার পরে পুলিশ গিয়েও ধরতে পারেনি ওই যুবককে। শুক্রবার ওই কিশোরীর বাড়ির লোক থানায় অভিযোগ জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ১২ জুলাই ২০১৪ ০৩:৪২
Share:

এক কিশোরীকে ক্রমাগত উত্ত্যক্ত করছিল এলাকারই এক যুবক। প্রতিবাদ করায় মেয়েটির বাড়িতে বোমা ছুড়ল সে। সেই বিকট শব্দে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক শিশু। বৃহস্পতিবার রাতে নদিয়ার শান্তিপুরে এই ঘটনার পরে পুলিশ গিয়েও ধরতে পারেনি ওই যুবককে। শুক্রবার ওই কিশোরীর বাড়ির লোক থানায় অভিযোগ জানান।

Advertisement

শান্তিপুরের শরৎকুমারী গার্লস হাইস্কুলের ওই ছাত্রীর অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ওই যুবক তাকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করছিল। বাড়িতে বিষয়টি জানানোর পর তার বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হয়। সে খবর পৌঁছয় মেলে মাঠপাড়ার বাসিন্দা ওই যুবকের কানেও। ওই যুবক তখন ওই কিশোরীর পরিবারের লোকজনকে ফোনে হুমকি দিয়েছে বলে অভিযোগ। এলাকার পঞ্চায়েতের প্রাক্তন কংগ্রেসের উপপ্রধান বর্তমানে তৃণমূল নেতা বিধুভূষণ মহলদার বলেন, “ফোনে হুমকির কথা শুনে আমরা তখন আলোচনা করে বিষয়টি মিটিয়ে নিতে ওই যুবককে বুধবার ডেকে পাঠিয়েছিলাম।” কিন্তু ওই যুবক কোনও কথাই শুনতে না চাওয়ায় আলোচনা ভেস্তে যায় বলে জানিয়েছেন বিধুভূষণবাবু।

এর পর বৃহস্পতিবার রাতে ওই যুবক চারটি মোটরসাইকেল করে বেশ কয়েকজন সঙ্গীর সঙ্গে ওই কিশোরীর বাড়িতে চড়াও হয়। বাড়িতে ঢুকে ওই কিশোরীর খোঁজ করে তারা। ওই কিশোরীর মামা জানিয়েছেন, ওই যুবক ও তার সঙ্গীরা আগ্নেয়াস্ত্র বার করে তাঁদের ভয় দেখান। তিনি বলেন, “আমাদের মারধর করা হয়। তারপরেই ওই যুবকেরা বাইরে বেরিয়ে গিয়ে বাড়ির দিকে বোমা ছোড়ে।” সেই বোমার শব্দে অজ্ঞান হয়ে যায় বাড়ির একটি আড়াই বছরের শিশু। তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত শুরু হয়েছে। তবে ওই বাড়ির লোক এখনও কোনও লিখিত অভিযোগ জমা দেননি বলে দাবি করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement