বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ বলা হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের জ়ুলজি বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের তরফে ওই প্রকল্পে কাজের জন্য বায়োলজি বা কম্পিউটেশনাল বায়োলজি বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন একজন ব্যক্তিকে বেছে নেওয়া হবে।
এ ক্ষেত্রে আবেদনকারীদের সেল কালচার, মলিকিউলার বায়োলজি নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। একই সঙ্গে হেমাটোলজিক্যাল বা থ্যালাসেমিয়া নিয়ে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কাজের জন্য প্রতি মাসে ৪৭ হাজার টাকা পারিশ্রমিক মিলবে।
নিযুক্ত ব্যক্তিকে প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরবর্তীকালে কাজের নিরিখে ওই মেয়াদ বৃদ্ধি হতে পারে। ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত কাজের জন্য কর্মী বেছে নেওয়া হবে।
আবেদনপত্র গ্রহণ করা হবে ডাকযোগে। ঠিকানা মিলবে বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। ওই আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্রও জমা দিতে হবে। আবেদন গ্রহণের শেষ দিন ২ ডিসেম্বর। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।