প্রতীকী ছবি।
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক যুবক ও মহিলার। ধুবুলিয়ার বেলপুকুরের ঘটনা। মৃতেরা হলেন রাহুল দাস (২৫) ও দেবী বন্দ্যোপাধ্যায় (৩৫)। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
পুলিশ জানিয়েছে, মৃতার স্বামী কেরলে কাজ করেন। বছর আটেকের ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন দেবী। বছর দেড়েক আগে পাড়ার ছেলে রাহুলের সঙ্গে দেবীর ঘনিষ্ঠতা হয়। শনিবার রাতে দু’জনের কথা কাটাকাটির আওয়াজে ঘুম ভেঙে যায় প্রতিবেশীদের। তাঁরা গিয়ে দেখেন, দেবীর বাড়ির উঠোনে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রাহুল। তাঁর দেহে প্রাণ ছিল না। আগুন ধরে গিয়েছে দেবীর গায়েও। শক্তিনগর জেলা হাসপাতালে রবিবার সকালে মারা যান তিনি। জেলা পরিষদের সদস্য সুব্রত ঘোষ বলেন, ‘‘হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দেবী জানান, রাহুল নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। কম্বল দিয়ে আগুন নেভানে যান দেবী। সে সময় রাহুল দেবীকে জড়িয়ে ধরলে আগুন ধরে যায় তাঁর গায়েও।’’
আরও পড়ুন: উস্তিতে ধৃত হিন্দুত্ববাদী জঙ্গি প্রতাপ হাজরা কালবুর্গি-লঙ্কেশের ঘাতকদের অস্ত্র প্রশিক্ষক