রাকিবুল মণ্ডলের স্ত্রীর দোতলা বাড়ি। —নিজস্ব চিত্র।
দোতলা বাড়ি আছে। তবুও নাম আবাসের তালিকায়! এই অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও।
আবাস প্রকল্পের সমীক্ষার পরে প্রথম তালিকা থেকে ৫০ শতাংশেরও বেশি আবেদনকারীর নাম বাদ গিয়েছে। তবে সেই তালিকাতেই নাম রয়েছে ঘোড়ামারার বাসিন্দা রাকিবুল মণ্ডলের স্ত্রীর । প্রতিবেশীদের দাবি, তাঁর দোতলা বাড়ি রয়েছে। অভিযোগ, আবেদনকারীর তালিকায় রাকিবুলের নামও ছিল। তবে প্রাথমিক তালিকা তৈরির সময়ে তাঁর নাম বাদ গিয়েছে। রয়ে গিয়েছে তাঁর স্ত্রীর নাম। রাকিবুলের অবশ্য বক্তব্য, ‘‘২০১৮ সালে সমীক্ষার সময়ে কাঁচা বাড়ি ছিল। এখন তা পাকা হয়েছে। আমি জানিয়ে দিয়েছিলাম আবাসের বাড়ির প্রয়োজন নেই।’’ তিনি আরও বলেন, ‘‘আমার বাড়ি থেকে ৩০ মিটার দূরে আমার শ্বশুরবাড়ি। শ্বশুরের নামের বদলেই স্ত্রীর নামে আবেদন করা হয়েছিল।’’ এ প্রসঙ্গে ডোমকলের বিডিও পলাশ সরকার জানান, সরকারি নির্দেশিকা অনুযায়ী সমীক্ষা হয়েছে। তাতে যদি কোনও রকম ত্রুটি থাকে তা হলে সে বিষয়ে জেলা কর্তৃপক্ষকে জানানো হবে।