এই গরমে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা পুলিশ কর্মী। —নিজস্ব চিত্র।
দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় তাপপ্রবাহ। এই গরমে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা পুলিশ কর্মী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গিপুরের সভায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। সভাস্থলে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। এখন সুস্থ রয়েছেন তিনি।
সোমবার দুপুরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের খড়গ্রাম থানার নগর কিষান মাণ্ডি মাঠে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের হয়ে জনসভা করেন মমতা। সেখানেই নিরাপত্তার দায়িত্বে থাকা মহিলা পুলিশ কর্মী অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ জ্ঞান হারান তিনি। উপস্থিত অন্যান্য পুলিশ কর্মীরা অসুস্থ মহিলার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখন সুস্থ রয়েছেন তিনি।
সোমবার দক্ষিণবঙ্গের ১১টি জেলায় তীব্র তাপপ্রবাহ চলেছে। মুর্শিদাবাদের বহরমপুরেও চলেছে তাপপ্রবাহ। তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াসের বেশি। দিনের বেলা হাঁসফাঁস গরম। সঙ্গে অস্বস্তি। সেই আবহে অসুস্থ পুলিশ কর্মী।