Loan against Fake gold

নকল গয়না দিয়ে ঋণ নেওয়ার চেষ্টা, ধৃত ২

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তম প্রায় ১০০ গ্রাম নকল সোনার গয়না ওই ব্যাঙ্কে নিয়ে গিয়ে পাঁচ লক্ষ টাকা ঋণের আবেদন জানায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৪ ০৯:২১
Share:

—প্রতীকী চিত্র।

নকল গয়না দিয়ে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করার অভিযোগ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বড়ঞা থানার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের কুলি শাখায় ঘটনাটি ঘটেছে। ধৃত উত্তম পাল কান্দি থানার আন্দুলিয়া গ্রামের বাসিন্দা, দীপক চক্রবর্তী বীরভূম জেলার সিউড়ি থানার পাতেন্ডা গ্রামের বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তম প্রায় ১০০ গ্রাম নকল সোনার গয়না ওই ব্যাঙ্কে নিয়ে গিয়ে পাঁচ লক্ষ টাকা ঋণের আবেদন জানায়। ব্যাঙ্ক ঋণ দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত নথির কাজ শেষ করে গয়না খতিয়ে দেখায় সময় ওই গয়না নকল বলে জানতে পারে। তার পরেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ বড়ঞা থানায় খবর দিয়ে উত্তমকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ প্রথমে উত্তমকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই চক্রের সঙ্গে দীপক নামে সিউড়ির বাসিন্দা মধ্য পঞ্চাশের এক ব্যক্তি জড়িত। দীপককে পুলিশ আটক করে। দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতেই তারা অপরাধ স্বীকার করে।

উত্তম ঋণ নেওয়ার পরে দীপকের কাছ থেকে গয়নাগুলি নিয়ে আসে। ওই গয়না নকল জেনেই দীপক তা উত্তমকে দিয়েছিল। উত্তম বর্তমানে ওই ভাবে ঋণ নেওয়ার চেষ্টা করছে বলেও পুলিশ জানতে পারে। উত্তম কান্দি থানার আন্দুলিয়া গ্রামের বাসিন্দা হলেও বর্তমানি তিনি সালারে থাকেন। বহু বেকার যুবককে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার পরেই গ্রাম ছেড়ে সালারে সে থাকে বলেও পুলিশের কাছে স্বীকার করেছে উত্তম।

Advertisement

দু’জন অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে কান্দি আদালতে তোলে পুলিশ। বিচারক অভিযুক্তদের জামিনের আর্জি খারিজ করে দিয়ে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানায় সরকার পক্ষের আইনজীবী শুভ্রকুমার মিশ্র। অভিযুক্তরা আরও কোনও ব্যাঙ্কে ওই নকল গয়না দিয়ে ঋণ নিয়েছে কিনা জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement