Suicide

ভিন্‌রাজ্যে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুর্শিদাবাদের ২ শ্রমিকের মৃত্যু

অন্যদিকে, ঝাড়খণ্ডের রাঁচিতে শ্রমিকের কাজে গিয়েছিলেন রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের কুমারপাড়ার বাসিন্দা জিয়াবুল শেখ (২২)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ২২:০১
Share:

প্রতীকী ছবি

ভিন্‌রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের দুই পরিযায়ী শ্রমিকের। ওড়িশা এবং ঝাড়খণ্ডে কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এবং সামসেরগঞ্জের দুই পরিযায়ী শ্রমিক। তাঁদের মৃত্যুর খবরে শোকের ছায়া গ্রামে।

Advertisement

সামসেরগঞ্জের নতুন শিবনগরের মধুপুর গ্রামের বছর আঠেরোর যুবক আবু তাহের ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতেন। বৃহস্পতিবার তাঁর মৃত্যুসংবাদ এসে পৌঁছয় গ্রামে। তাহেরের বাবা আবু কালামকে ফোন করে জানানো হয়, তাঁর ছেলের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাহেরের। ঘটনায় শোকের ছায়া পরিবারে। শুক্রবার তাহেরের দেহ গ্রামে এসে পৌঁছনর কথা।

Advertisement

অন্য দিকে, ঝাড়খণ্ডের রাঁচিতে শ্রমিকের কাজে গিয়েছিলেন রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের কুমারপাড়ার বাসিন্দা জিয়াবুল শেখ (২২)। জানা গিয়েছে, কাজ করার সময়, পাশে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে চলে যান তিনি। তার জেরে গুরুতর জখম হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। বৃহস্পতিবার তাঁর দেহ গ্রামের পৌঁছেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement