Nadia Accident

নদিয়ায় রেললাইনের উপর বসে মদ্যপান, ট্রেনের শব্দ শুনতেই পেলেন না! কাটা পড়লেন দুই যুবক

নদিয়ার ফুলিয়ায় রেললাইনের উপরে বসে দুই যুবক বৃহস্পতিবার সকাল থেকে মদ্যপান করছিলেন বলে অভিযোগ। ওই লাইনে ট্রেন এলেও তাঁরা শব্দ শুনতে পাননি। ট্রেনের ধাক্কায় দু’জনেরই মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

নদিয়া শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ ১৫:৩৩
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

রেললাইনের উপরে বসে মদ্যপান করছিলেন। দীর্ঘ ক্ষণ ধরে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ফলে ট্রেন আসার শব্দ কানেই যায়নি। ট্রেনের ধাক্কাই দুই বন্ধুর কাল ডেকে এনেছে। মৃত্যু হয়েছে দু’জনেরই।

Advertisement

ঘটনাটি নদিয়া জেলার ফুলিয়া প্রফুল্ল নগর ৫ নম্বর রেলগেট সংলগ্ন এলাকার। মৃতদের নাম বা পরিচয় এখনও জানা যায়নি। বৃহস্পতিবার সকালে রেললাইনের উপরে বসে মদ খাচ্ছিলেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘ ক্ষণ ধরে মদ্যপান করছিলেন দু’জন। নেশায় ডুবে ছিলেন। ওই লাইন দিয়ে যথাসময়ে যাচ্ছিল ডাউন শিয়ালদহ-শান্তিপুর লোকাল। মত্ত দুই যুবক ট্রেনের আওয়াজ শুনতেই পাননি। যার ফলে এই দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, ট্রেন যখন খুব কাছে চলে আসে, তখন ভাল করে কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা খান দুই যুবক। ছিন্নভিন্ন হয়ে যায় তাঁদের দেহ। আশপাশের লোকজনও বাঁচানোর চেষ্টা করার সুযোগ পাননি বলে দাবি।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেলপুলিশ। রানাঘাট জিআরপি আধিকারিকেরা গিয়ে দেহ দু’টি উদ্ধার করে। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ওই দু’জনের পরিচয় জানার চেষ্টা করছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের এক জনের বাড়ি শান্তিপুর এলাকায়। তবে তাঁর নাম বলতে পারেননি কেউ। অন্য জন সম্পর্কেও তথ্য জানা যায়নি। তদন্ত শুরু করেছে রানাঘাট জিআরপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement