Sukanta Majumdar

Sukanta Majumder: আবারও সুকান্তের সভায় দেখা গেল না গৌরী-কাঞ্চনকে, কটাক্ষ তৃণমূলের

বৃহস্পতিবার বহরমপুরের মিছিলে নেতৃত্ব দেন সুকান্ত। মিছিলের পর টেক্সটাইল মো়ড়ের সভায় দেখা মিলল না কাঞ্চন ও গৌরীকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ২৩:৫১
Share:

সুকান্ত মজুমদার। — ফাইল চিত্র।

আবারও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ডাকা মিছিল, সমাবেশ এড়ালেন মুর্শিদাবাদের দুই বিজেপি বিধায়ক। বৃহস্পতিবার বহরমপুরে বিজেপির ‘চোর ধরো, জেল ভরো’ কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে দেখা গেল না বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র (ঘনিষ্ঠ মহলে যিনি কাঞ্চন নামে পরিচিত) এবং মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষকে।

Advertisement

বৃহস্পতিবার বহরমপুরের মিছিলে নেতৃত্ব দেন সুকান্ত। মিছিলের পর টেক্সটাইল মোড়ের সভায় দেখা মিলল না কাঞ্চন ও গৌরীকে। অতীতেও সুকান্ত আয়োজিত বেশ কয়েকটি কর্মসূচিতে তাঁদের দেখা যায়নি বলে খবর বিজেপি সূত্রে। বৃহস্পতিবারও তার পুনরাবৃত্তি ঘটায় দলের অন্দরে বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে। কেন দুই বিধায়ক রাজ্য সভাপতির কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন, তার কোনও বিশদ ব্যাখ্যা মেলেনি তাঁদের থেকে। সুব্রতের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন তোলেননি। গৌরী শুধু বলেন, ‘‘অন্য সরকারি কর্মসূচিতে ব্যস্ত থাকার জন্য যেতে পারিনি।’’ সুকান্তেরও সাফাই, ‘‘ওঁরা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে গিয়েছেন।’’

এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। মুর্শিদাবাদের সাংসদ তথা বহরমপুর-মুর্শিদাবাদের সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান আবু তাহের খান বলেন, ‘‘বিজেপির কোনও ভবিষ্যত নেই। এটাই বিজেপির সংস্কৃতি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement