Murder

ছেলের শ্বশুরবাড়ি গিয়ে ‘খুন’ প্রৌঢ়! অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উত্তেজনা মুর্শিদাবাদে

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গত ২২ নভেম্বর নতুন কাজিপাড়া গ্রামে রবিউলের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন কাবিল। পরে ওই বাড়ির উঠোন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ১৭:৪০
Share:

সুতি-বহরমপুর রাজ্য সড়কে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

ছেলের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে সেখান থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার হয়েছিলেন প্রৌ়ঢ়। পরে তাঁর মৃত্যু হয়। সম্প্রতি এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের সুতি এলাকায়। তাঁর বাবা কাবিল শেখ (৪৫)-কে পিটিয়ে খুন করা হয়েছে, এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই শ্বশুরবাড়ির বিরুদ্ধে পুলিশে গিয়েছেন ছেলে রবিউল শেখ। অভিযোগও দায়ের হয়েছে। সেই ঘটনায় এ বার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সুতি-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করলেন রবিউলের পড়শিরা। ঘেরাও করা হয় সুতি থানাও।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গত ২২ নভেম্বর নতুন কাজিপাড়া গ্রামে রবিউলের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন কাবিল। পরে ওই বাড়ির উঠোন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। রাতে বাবার জখম হওয়ার খবর পেয়ে পেয়ে শ্বশুরবাড়ি গিয়ে রবিউলই তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কাবিলকে প্রথমে বহরমপুর মেডিক্যাল কলেজ এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। শনিবার সকালে মৃত্যু হয় কাবিলের।

রবিউলের অভিযোগ, ‘‘ওই দিন স্ত্রী (সেলেনা বিবি) রাতে ফোন করে জানান, উঠোনে পড়ে গিয়ে বাবার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। বাবাকে পরে কলকাতায় আনার পর দেখা গেল, শরীরের একাধিক হাড় ভাঙা। শ্বশুরবাড়ির লোকেরাই বাবাকে রড দিয়ে পিটিয়ে খুন করেছে।’’ খুনের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রবিউলের শ্বশুরবাড়ির লোকজন। রবিউলের শাশুড়ি রোজিনা বিবি দাবি করেছেন, ‘‘কলতলায় পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিল মেয়ের শ্বশুর। সেটাই হয়তো মৃত্যুর কারণ।’’

Advertisement

শনিবার তাঁর বাবার মৃত্যুর পরেই রোজিনা, শ্বশুর জিয়াউল শেখ এবং শ্যালক নওশাদ শেখের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন রবিউল। তার পর সোমবার দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হল সুতি-বহরমপুর রাজ্য সড়ক। যদিও পুলিশ প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হলে সকাল ১১টা নাগাদ অবরোধ উঠে যায়। তার পরেও এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement