News Of The Day

২০২৫: কী আছে, কী নেই। ইয়েমেনে ফাঁসির সাজাপ্রাপ্ত ভারতীয় মেয়ের খবর। ‘কাকু’ কেমন... আর কী নজরে

এ বছর ভোটের ‘বাজার’ খানিক শুকনো। ভারতে জনপ্রিয় দলগত খেলার জগতে বিশ্বস্তরের কোনও প্রতিযোগিতা নেই। বলিউড তারকাদের অনেকের ছবির মুক্তি হবে ঠিকই, কিন্তু সাজ সাজ রব নেই এখনও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ০৬:২২
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

একবিংশ শতাব্দী সিকিভাগ কাটিয়ে ফেলবে এক বছর পর। শুরু হয়ে গেল ২০২৫ সাল। নতুন বছর। নতুন আশা। নতুন হিসেবনিকেশ। বছরভরের জন্য নতুন পরিকল্পনা। রাজনীতি থেকে সংসারনীতি— সর্বত্রই।

Advertisement

এ বছর ভোটের ‘বাজার’ খানিক শুকনো। ভারতে জনপ্রিয় দলগত খেলার জগতে বিশ্বস্তরের কোনও প্রতিযোগিতা নেই। বলিউড তারকাদের অনেকের ছবির মুক্তি হবে ঠিকই, কিন্তু সাজ সাজ রব নেই এখনও।

২০২৫: কী আছে, কী নেই

Advertisement

দেশে দু’টিমাত্র (দিল্লি এবং বিহার) বিধানসভা নির্বাচন ছাড়া উল্লেখযোগ্য হল বৃহন্মুম্বইয়ের মতো পুরসভার ভোট। বাংলায় এটি প্রায় নির্বাচনশূন্য বছর। বসিরহাট লোকসভার উপনির্বাচনও কবে হবে তা আদালতে ঝুলে। এ রাজ্যে বেশ কয়েকটি পুরসভার ভোট অনেক দিন ধরে নানা কারণে বন্ধ হয়ে রয়েছে। সেগুলির ভবিষ্যৎ এখনও স্পষ্ট নয়। ভোটের বাইরে বাংলায় উল্লেখযোগ্য ঘোষিত বিষয় হল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। অন্তত একটি বিদেশি নির্বাচনের দিকে এ বার এ দেশের নজর থাকবে। কানাডা। দু’দেশের সম্পর্কের ‘অবনতি’ই এর কারণ।

ক্রিকেটে এ বার কোনও বিশ্বকাপ নেই। তবে ক্রিকেটের বাজার যথারীতি জমিয়ে রাখবে আইপিএল। সঙ্গে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ফুটবল পাগলদের জন্য থাকছে ইপিএল এবং লা লিগা। এইটুকুই। ফুটবলের বিশ্বকাপ তো নেই-ই, ইউরো-কোপাও নেই। এ বছর অলিম্পিক্স নেই। এশিয়াড নেই। কমনওয়েলথও নেই।

তবে জীবনের কোনও বছরই কেমন কাটবে তা প্রথম দিন জানা যায় না। অপেক্ষা করতে হয় শেষ দিন পর্যন্ত। জীবন-সমাজ-রাজনীতি-প্রকৃতির গতি কখন কোন দিকে মোড় নেয় তা কেউ জানতে পারেন না! ২০২৪-এর ১ জানুয়ারি কে জানত ‘বাংলাদেশ বিপ্লবের’ কথা! কে জানত আরজি কর অমন স্ফূলিঙ্গ হয়ে ঝাঁকিয়ে দেবে বঙ্গসমাজকে! কে জানত সেই ঝাঁকুনির আগে এবং পরে মোটামুটি একই দাপটে নির্বাচনী সাফল্য পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়! তাই, এ বছর যা ‘আছে’ এবং ‘নেই’, তার বাইরেও অনেক কিছু বাকি থাকবে দেখার। প্রার্থনা একটাই— সবার জন্য ভাল কাটুক, সুন্দর কাটুক ২০২৫।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়কে নিয়ে কী উদ্যোগ

ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের রায়ে সিলমোহর দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি। দীর্ঘ সাত বছর পর সাজা হতে চলেছে ইয়েমেন অভিবাসী কেরলের মেয়ের। এক মাসের মধ্যেই সাজা কার্যকর হতে পারে। ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বিদেশমন্ত্রকও। জানানো হয়েছে, শুরু থেকেই নিমিশার পরিবারকে সব রকমের সাহায্য করছে ভারত সরকার। এ বার দিল্লির তরফে নতুন করে কোনও পদক্ষেপ করা হয় কি না, চোখ থাকবে সে দিকে।

তৃণমূলের প্রতিষ্ঠাদিবস

২৬ পেরিয়ে সাতাশ বছরে পা রাখল শাসকদল তৃণমূল। বুধবার বাংলার শাসকদলের প্রতিষ্ঠা দিবস। সকালে তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী পতাকা উত্তোলন করবেন। পাশাপাশি রাজ্যের সর্বত্রই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে তৃণমূল। দিনভর সেই সব খবরে নজর থাকবে।

তাপমাত্রা কমবে

রাতের তাপমাত্রা মঙ্গলবার থেকেই কিছুটা কমতে শুরু করেছে। শুক্র-শনিবার পর্যন্ত আবহাওয়া এ রকমই থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই শীতের অনুভূতি আপাতত খুব বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। রবিবার থেকে ফের কমতে পারে শীত। নতুন বছরের প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশার চাদর দেখা যেতে পারে। আগামী দু-তিন দিন দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে সকালের দিকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে বেশি কুয়াশা থাকতে পারে। উত্তরের জেলাগুলিতে তুলনামূলক ভাবে বেশি থাকবে কুয়াশার চাদর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরের কিছু অঞ্চলে ঘন কুয়াশার আস্তরণও দেখা যেতে পারে। উত্তরবঙ্গের কোথাও কোথাও ২০০ মিটারের নীচে নেমে আসতে পারে দৃশ্যমানতা। কোনও কোনও অঞ্চলে তা ৫০ মিটারেও নেমে আসার সম্ভাবনা রয়েছে।

কেমন আছেন ‘কালীঘাটের কাকু’

ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে। তাঁর চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে একটি মেডিক্যাল টিম। তাদের পর্যবেক্ষণে রয়েছেন ‘কাকু’। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। হৃদ্‌রোগের সমস্যায় ভুগছিলেন ‘কাকু’। সোমবার সকালে হঠাৎই সংজ্ঞা হারান তিনি। তড়িঘড়ি অসুস্থ অবস্থায় তাঁকে প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। পরে সন্ধ্যায় তাঁকে সেখান থেকে স্থানান্তর করা হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেই হাসপাতালেরই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা করা হচ্ছে ‘কাকু’র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement