TMC

বৈঠকে নোংরা মন্তব্য! স্বামী-সহ দল ছাড়লেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, যাচ্ছেন কংগ্রেসে

পদত্যাগপত্রে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ থাকলেও রোশনারার স্বামী বিক্রম মণ্ডল জানান, স্ত্রীকে ‘নোংরা’ মন্তব্যের প্রতিবাদেই তাঁর দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ২৩:১৮
Share:

প্রতীকী ছবি।

বৈঠক চলাকালীন সকলের সামনে কুমন্তব্য! তার প্রতিবাদে পদত্যাগ করলেন শাসকদলের পঞ্চায়েত সদস্যা। তৃণমূল ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তাঁর স্বামী তথা দলের প্রাক্তন অঞ্চল সভাপতি। দম্পতি জানান, শীঘ্রই তাঁরা কংগ্রেসে যোগ দেবেন। নদিয়ার করিমপুর-২ ব্লকের ধোড়াদহ-২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

Advertisement

সোমবার বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই পঞ্চায়েতের সদস্যা রোশনারা বিবি। পদত্যাগপত্রে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ থাকলেও রোশনারার স্বামী বিক্রম মণ্ডল জানান, স্ত্রীকে ‘নোংরা’ মন্তব্যের প্রতিবাদেই তাঁর দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পঞ্চায়েত সদস্যার পদত্যাগপত্র জমা পড়া নিয়ে বিডিও সামসুজ্জমান বলেন, ‘‘যে কোনও আবেদনই রিসিভ সেকশনে জমা পড়ে। আমার কাছে এলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।’’

স্থানীয় সূত্রে খবর, এক সময়ে ধোড়াদহ-২ অঞ্চলের সভাপতি ছিলেন বিক্রম। বর্তমানে তিনি ওই অঞ্চলেই দলের পর্যবেক্ষক। ২০১৮ সালে তাঁর স্ত্রী রোশনারা পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন। রোশনারা অভিযোগ, স্থানীয় নেতৃত্ব তাঁকে কোনও কাজ করতে দিচ্ছেন না। প্রতিবাদ করতে গেলে স্থানীয় এক তৃণমূল নেতা তাঁর সম্পর্কে নোংরা মন্তব্য করেনও। স্থানীয় নেতৃত্বকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলেও মন্তব্য করেন পঞ্চায়েত সদস্যা। তিনি বলেন, ‘‘এঁদের সঙ্গে কাজ করা বা দল করা সম্ভব না। এঁদের হয়ে ভোট চাইতেও পারব না। ভোট চাইতে গেলেই অপমানিত হতে হবে। বাধ্য হয়েই পদত্যাগ করলাম। আমরা খুব তাড়াতাড়ি কংগ্রেসে যোগ দেব।’’

Advertisement

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি রেঞ্জার হালসনা। তিনি বলেন, ‘‘সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement