TMC

দুই বিধায়কের বিরুদ্ধে থানায় অবস্থান

দলেরই দুই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অনুগামীদের নিয়ে থানার সামনে অবস্থান বিক্ষোভ করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য আনারুল হক ওরফে বিপ্লব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধুলিয়ান শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৪ ০৮:১১
Share:

—প্রতীকী চিত্র।

দলেরই দুই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অনুগামীদের নিয়ে থানার সামনে অবস্থান বিক্ষোভ করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য আনারুল হক ওরফে বিপ্লব।

Advertisement

রবিবার বিকেলে শমসেরগঞ্জ থানার সামনে প্রায় দু’ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান তিনি। বিপ্লবের অভিযোগ, দুই তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম ও মনিরুল ইসলামের মদতে জাহাঙ্গির হোসেন নামে এক যুবক তাঁর বিরুদ্ধে পাঁচ কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলে একটি ভিডিয়ো ভাইরাল করেছেন।

যদিও অভিযোগ অস্বীকার করে আমিরুল বলেন, “জাহাঙ্গির পাঁচ কোটি টাকা পাবেন। টাকা চাইতে গেলে তাঁকে আটকে রাখা হয় বলে জাহাঙ্গির নিজেই অভিযোগ করেছেন জঙ্গিপুরের পুলিশ সুপারের কাছে। আমি এই ঘটনায় যুক্ত নই।”

Advertisement

তৃণমূলের আর এক বিধায়ক মনিরুল বলছেন, “বিপ্লব আমাকে কাকা বলে। আমি তার বিরুদ্ধে কাউকে মদত দেব, বিপ্লব কেন এটা বিশ্বাস করল বুঝতে পারছি না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement