প্রতীকী ছবি।
ফের যৌথ অভিযানে সফলতা পেল পুলিশ। হাতবদলের আগেই ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির কাঁচা সরঞ্জাম-সহ তিনজনকে হাতেনাতে ধরল এসওজি ও জেলা পুলিশের একটি দল। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল বহরমপুর থানা এলাকার বাসিন্দা রফিক শেখ এবং লালগোলা থানা এলাকার বাসিন্দা ইদ্রিশ আলি ও জামিরুল শেখ। মঙ্গলবার রাতে নবগ্রাম থানার সুকির মোড়ে একটি ট্রাক থেকে ওই মাদক উদ্ধার করা হয়। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, তাদের কাছে খবর ছিল, ওই তিন মাদক পাচারকারী ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির সরঞ্জাম নিয়ে এলাকায় ঢুকবে। খবর অনুযায়ী, এসওজি দলের কয়েকজন অনেক আগে থেকেই ধৃতদের পিছু নেন। পাশাপাশি, এসওজি দলের কয়েকজন ও নবগ্রাম থানার পুলিশ অপেক্ষা করতে থাকে নবগ্রামের সুকির মোড়ে। পাচারকারীদের ট্রাক সুকির মোড়ে এসে পৌঁছলে পুলিশ ট্রাকটিকে ঘিরে ফেলে। ট্রাকে তল্লাশি চালানো হয়। ট্রাকের কেবিন থেকে মেলে ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির কাঁচামাল। পুলিশ জানিয়েছে, তল্লাশিতে প্রায় এক লক্ষ টাকার মাদক ট্যাবলেট বাজেয়াপ্ত হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওই ট্যাবলেট ও মাদক তৈরির সরঞ্জাম উত্তরবঙ্গ থেকে আনা হচ্ছিল। মুর্শিদাবাদ জেলায় সেগুলি হাতবদল করা হত। মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, ‘‘ধৃতরা ওই মাদক কাকে দেওয়ার জন্য নিয়ে আসছিল, তা জানার চেষ্টা চলছে।’’