বিজেপিতে যোগ দিলেন মহিলা তৃণমূলের জেলা কমিটির সহ-সভানেত্রী মমতা বিবি। বহরমপুরে। নিজস্ব চিত্র
কারও লেগেছে সম্মানে ঘা, কারও জমেছে অভিমান, কেউ বা মনে মনে পাহাড় জমিয়েছেন অনুযোগের।
সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদেও তাই বিজেপি যাত্রা শুরু হয়েছে।
নবাবের জেলায় পায়ের তলায় মাটি তেমন পোক্ত নয় বিজেপি’র— রাজ্যের শাসক দল তৃণমূল কিংবা বিরোধী কংগ্রেস-সিপিএমের এমন ধারনায় কিঞ্চিৎ জল ঢেলে সেই ‘অপমান-অনুযোগে’র অভিযোগ এনে তাই বিজেপিতে যোগ দেওয়ার ‘হিড়িক’ পড়েছে জেলায়। তৃণমূল ছেড়ে পাড়ি দেওয়ার পাশাপাশি কংগ্রেস এমনকি সিপিএম থেকেও সেই যাত্রা অব্যাহত।
গত কয়েক দিনে কান্দি মহকুমার দুই প্রান্তে, খড়গ্রাম এবং বড়ঞা থেকে তৃণমূলের অনেকেই গিয়েছেন বিজেপিতে। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য বলছেন, ‘‘অনেক কালি লাগল গায়ে, আর থাকা যায় না।’’ কেউ বা তুলছেন সম্মানের প্রশ্ন। কোন রাখঢাক না রেখেই জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা খড়গ্রাম ব্লকের বর্ষীয়ান তৃণমূল নেতা আবুল কাশেম বলছেন, “ব্লকের ১২টি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার অনুগামীদের নিয়ে দু’বার বৈঠক করেছি। সেখানে আমার অনুগামীরা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন তৃণমূলে থেকে কোনও সম্মান পাওয়া যাচ্ছে না। এক কথায় বাড়িতে বসে থাকা ছাড়া কোন কাজই হচ্ছে না। তাই সকলেই বিজেপিতে যাব ঠিক করেছি।’’ তাহলে সম্মানে ঘাটতি হতেই বিজেপিতে যাওয়া? আবুল বলেন, “বলতে পারেন। এক অসম্মান নিয়ে থাকা যায় না।’’
কান্দির শাসক শিবিরের কিছু নেতা যে পা বাড়িয়ে রেখেছেন, দলের অন্দরে কান পাতলেই তা মালুম হচ্ছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক তৃণমূলের এক মেজ নেতার কথায়, “লোকসভা ভোটের পর এলাকার অনেক নেতাই সকালে তৃণমূল করলেও রাতের অন্ধকারে বিজেপির সঙ্গে যোগযোগ রাখছেন। গোপনে নিয়মিত বৈঠকও হচ্ছে।”
বিজেপি’র দাবি, কান্দি থেকে ফরাক্কা, ডোমকল থেকে বহরমপুর ইতিমধ্যেই কয়েক হাজার তৃণমূল কর্মী দলে যোগ দিয়েছেন।
বিজেপির জেলা সভাপতি গৌরিশঙ্কর ঘোষের গলায় রীতিমতো তৃপ্তি, “রোজই তো কয়েকশো ফোন পাচ্ছি, যোগ দিতে চাই! হিড়িক পড়ে গেছে যেন। তবে আমরা যাদেরস্বচ্ছ ভাবমূর্তি কিংবা মানুষের কাছে গ্রহনযোগ্যতা নেই তাদের তেমন আমল দিচ্ছি না।’’
যা শুনে জেলা তৃণমূল সভাপতি তথা মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ আবু তাহের খান বলছেন, “যারা দলে থাকার পরেও দলের পক্ষ থেকে যোগ্য সম্মান পাননি বলে মনে করছেন তাঁরা আসলে আখের গোছানোর জন্য বিজেপিতে ভিড়তে চাইছেন।’’
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।