প্রায় ৬ ঘণ্টা ধরে চিকিৎসকরা অস্ত্রোপচার করে টিউমারের অংশ সম্পূর্ণ বাদ দেন।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসকদের জটিল অস্ত্রোপচারে নতুন জীবন পেল কিশোরী শোভা খাতুন। ভগবানগোলার কালীনগরের বাসিন্দা শোভা অস্টিও সার্কোমা বা হাড়ের টিউমারে আক্রান্ত ছিল। বহু দিন ধরে চিকিৎসা করালেও সুস্থ হচ্ছিল না সে। তাই বাধ্য হয়ে দু’মাস আগে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয় পরিবারের সদস্যরা।
মেডিক্যাল কলেজে পরীক্ষায় তার হাড়ের ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, হাড়ের টিউমার ক্যানসারে পরিণত হয়ে বেশ কিছুটা ছড়িয়ে পড়েছিল। সোমবার প্রায় ৬ ঘণ্টা ধরে চিকিৎসকরা অস্ত্রোপচার করে টিউমারের অংশ সম্পূর্ণ বাদ দেন।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এমএসভিপি অমিয়কুমার বেরা জানান, “এই ধরনের জটিল অস্ত্রোপচার এর আগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হয়নি। প্রায় ৬ ঘণ্টা ধরে পাঁচ জন সার্জেন ও অ্যানাস্থেসিস্টের দল অস্ত্রোপচার ক,রে। অস্ত্রোপচারের পরে সেই জায়গায় বসানো হয়েছে কৃত্রিম প্লেট।”
আরও পড়ুন: স্কুল বন্ধ, পড়াশোনা ছেড়ে লঙ্কা তুলছে পড়ুয়ারা
ওই প্লেটের দাম পৌনে দু’লাখ টাকা। যা সম্পূর্ণ নিখরচায় বসানো হয়েছে। অস্ত্রোপচারের পরে শোভা এখন সুস্থ আছেন। মেয়ের নতুন জীবন লাভে চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শোভার মা আমিনা বিবি।
আরও পড়ুন: সেপটিক ট্যাঙ্কে মিলল শিশুর দেহ