মঞ্চে সূর্যকান্ত। — নিজস্ব চিত্র
প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নে কারচুপির ছায়া যে সরকারের পিছু ছাড়ছে না, ফের তা মনে করিয়ে দিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।
বৃহস্পতিবার, কৃষ্ণনগর প্রশাসনিক ভবনের সামনে ন’টি বামপন্থী সংগঠনের ডাকা সমাবেশে সূর্যকান্ত বলেন, “পাঁচ বছর পরে, একটা টেট পরীক্ষা হয়েছে। কিন্তু ফল নিয়ে সেই অস্বচ্ছতা! সৎ সাহস নেই তালিকা টাঙানোর। এসএমএস করে জানিয়ে দিচ্ছে। এটা একটা পদ্ধতি হল? টাকা ছাড়া কিছুই হচ্ছে না।”
শুধু টেট নয়, এ দিন তাঁর সমালোচনা থেকে রেহাই পায়নি নোট বাতিল থেকে রাজ্যের আইন শৃঙ্খলা— নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, কেউই।