Nadia

মামার বাড়িতে দোল খেলতে এসে স্ল্যাব ভেঙে মৃত্যু নদিয়ার কিশোরের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ২৩:১২
Share:

প্রতীকী ছবি।

দোলে মামার বাড়িতে এসে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের। গেটের স্ল্যাব চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে নদিয়ার শান্তিপুরে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম শুভদীপ প্রামাণিক (১৭)। রানাঘাট সেন্ট মেরি স্কুলের ছাত্র সে।

Advertisement

পরিবার সূত্রে খবর, পড়ুয়ার বাড়ি নদিয়ার রানাঘাটের হবিবপুর-তারাপুরে। বুধবার শান্তিপুরে মামা বাড়িতে এসেছিল সে। সেখান থেকে মাসির বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। আচমকাই গেটের স্ল্যাব ভেঙে পড়ে তার উপরে। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বাবা বাবলু কুমার প্রামাণিক বলেন, ‘‘শুভদীপ আমার একমাত্র সন্তান। সচরাচর কোথাও বেড়াতে যায় না। আমি সম্মতি দেওয়ায় শান্তিপুরের মামার বাড়িতে বেড়াতে যায়। তবে এ ভাবে যে সব হারাতে হবে, ভাবতেও পারছি না!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement