ফাইল চিত্র।
ক্যাম্পের বাজারের পাশে বড় মাঠ। সেখানেই ৪০ ফুট লম্বা এবং ২০ ফুট চওড়া মঞ্চ তৈরি হচ্ছে। দলীয় নেতা-কর্মীরা মঞ্চ তৈরির বিষয়ে নিয়ে তদারকি করছেন। আগামীকাল দুপুর দু’টোর সময়ে বিধানচন্দ্র স্মৃতি সঙ্ঘের মাঠে আয়োজিত জনসভায় এই মঞ্চেই বক্তৃতা দেওয়ার কথা বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষের। এ ছাড়াও থাকবেন নদিয়া দক্ষিণ জেলার সভাপতি অশোক চক্রবর্তী, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার-সহ দলের অন্য নেতারা।
কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে সভার দিন নিয়ে। বৃহস্পতিবারই কেন্দ্রীয় সরকারের জন-বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বামপন্থী গণসংগঠনগুলোর ডাকে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মিছিল, বাইক মিছিল, সভা, পথসভার মতো বিভিন্ন কর্মসূচি চলছে। ফলে দিলীপের সভা ঠিকঠাক হবে নাকি তাতে বাধা পড়বে, সেই সংশয় থাকছে। সিপিএমের জেলা সম্পাদক সুমিত দে বলেন, “আমরা মানুষের জন্য ধর্মঘটের ডাক দিয়েছি। ওরা ধর্মঘট ভাঙার চেষ্টা করছে। মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মানুষ এর বিচার করবে।”
বাম শরিক আরএসপি-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুবীর ভৌমিকের কথায়, “এটা বিজেপির অনৈতিক পদক্ষেপ। আমরা মানুষের জন্য সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি। এটা শুধু আমাদের কর্মীদের জন্য নয়। সব দলের কর্মীদের জন্য। ওরা ধর্মঘট নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি ওদের কাছে সভার দিন পরিবর্তন করার জন্য দাবি রাখছি।”
এর পাল্টা নদিয়া দক্ষিণ জেলা বিজেপির সভাপতি অশোক চক্রবর্তী বলেন, “এটা একটা অনৈতিক, ভিত্তিহীন বন্ধ। মানুষ স্বতঃস্ফুর্তভাবে এর বিরোধিতা করবে। এ দিন আমাদের সভা হবে। সভার দিন পরির্তনের প্রশ্ন নেই।”