Murder

Murshidabad: খেতে দিতে দেরি হওয়ায় মাকে কুপিয়ে খুন! মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

পরিবারের সূত্রে খবর, খেতে দিতে দেরি হওয়ায় ধারাল অস্ত্র মায়ের গলায় এলোপাথাড়ি কোপ মারেন সন্দীপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২২ ২১:৫১
Share:

প্রতীকী ছবি।

বাড়ির উঠোনে বসে চুল আঁচড়াচ্ছিলেন মা। সন্ধ্যায় বাড়ি ফিরে মার কাছে খাবার চেয়েছিলেন ছেলে। খেতে দিতে দেরি হওয়ায় মাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল সেই ছেলের বিরুদ্ধে। শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থানার জগভনপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ছেলের হাতে মা খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে অভিযুক্ত ছেলে সন্দীপ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দীপের বয়স ২৩।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রোজকার মতো সন্ধ্যায় উঠোনে বসে চুল আঁচড়াচ্ছিলেন ছেচল্লিশ বছরের গায়ত্রী মণ্ডল। সেই সময় হন্তদন্ত হয়ে বাড়ি ঢোকেন সন্দীপ। তার পর কিছু ক্ষণ পরেই ওই ঘটনা ঘটে। পরিবারের সূত্রে খবর, খেতে দিতে দেরি হওয়ায় ধারাল অস্ত্র মায়ের গলায় এলোপাথাড়ি কোপ মারেন সন্দীপ। বাড়িতে চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন পড়শিরা। তাঁরাই পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে এসে মৃতার দেহ আগে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ জেলা হাসপাতালে। মা খুনে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement