প্রতীকী ছবি।
জিয়াগঞ্জের শিক্ষক বন্ধুপ্রকাশ পাল খুনের ঘটনায় মূল অভিযুক্ত উৎপল বেহেরার জামিনের আবেদন খারিজ করল দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত।
বিজয়া দশমীর দুপুরে ওই শিক্ষককে সপরিবারে খুন হওয়ার ঘটনায় বন্ধুপ্রকাশের গ্রামের বাড়ি সাগরদিঘির সাহাপুর গ্রাম থেকে উৎপল বেহেরাকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় গত সাত জানুয়ারি তদন্ত শেষ করে চার্জশিট জমা দিয়েছে জেলা পুলিশ। ৯ জানুয়ারি উৎপলকে লালবাগ আদালতে তোলা হলে বিচারক এই মামলার বিচার কার্য শুরু করার জন্য মামলাটিকে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে স্থানান্তরিত করেন এবং ২১ জানুয়ারি উৎপলকে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে হাজির করানোর নির্দেশ দেন। গত ২১ জানুয়ারি উৎপলকে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে হাজির করানো হয়। ওই দিন উৎপলের আইনজীবী কৌশিক দে উৎপলের জামিনের আবেদন জানান। অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক বিচার কার্য শুরু করার জন্য ফের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে মামলাটি স্থানান্তরিত করেন। এ দিন দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে উৎপলের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক সৌম্যজিৎ মুখোপাধ্যায়।
জামিনের শুনানির আবেদন জানিয়ে উৎপলের আইনজীবী আবেদন করেন, ‘‘আজ পর্যন্ত এমন কোনও সাক্ষী নেই যাতে উৎপলই এমন ঘটনা ঘটিয়েছে তার উল্লেখ আছে। তবে বিচারক তা খারিজ করে তাকে ফের ২৬ ফেব্রুয়ারি হাজির করানোর নির্দেশ দিয়েছেন।