Nadia Rape Case

আট বছরের নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ নদিয়ায়! গ্রেফতার তৃণমূল নেতা

রবিবার সকাল ১০টা নাগাদ বছর পঞ্চাশের ওই ব্যক্তি তাদের বাড়ির সামনে এসেছিলেন। বাড়ির সামনে একা একা খেলা করছিল মেয়েটি। তাকে খাবারের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যান অভিযুক্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ২০:৪৮
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়িতে বড়রা কেউ ছিলেন না। বাড়ির সামনে খেলছিল আট বছর বয়সি বালিকা। অভিযোগ, খাবারের লোভ দেখিয়ে তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এক প্রতিবেশী। এ নিয়ে শোরগোল নদিয়ার চাপড়া থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত মধ্যবয়সি ব্যক্তিটি শাসকদলের নেতাও বটে। মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পকসো আইনে মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি, নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হচ্ছে।

Advertisement

‘নির্যাতিতা’র পরিবারের অভিযোগ, রবিবার সকাল ১০টা নাগাদ বছর পঞ্চাশের ওই ব্যক্তি তাদের বাড়ির সামনে এসেছিলেন। বাড়ির সামনে একা একা খেলা করছিল মেয়েটি। তাকে খাবারের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যান অভিযুক্ত। বালিকার পরিবারের এক সদস্যের কথায়, ‘‘লোকটি পরিচিত। তাই মেয়ের কোনও সন্দেহ হয়নি। কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করেছে ও।’’ পরিবারের তরফে চাপড়া থানায় অভিযোগ দায়ের হয়। তার পরেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি। নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, “আট বছরের একটা বাচ্চা মেয়েকেও ধর্ষণ হতে হচ্ছে! লোকটার বয়স পঞ্চাশের বেশি। ওর যেন কঠিন শাস্তি হয়।” পুরো ঘটনা নিয়ে এলাকায় চাপা উত্তেজনা। তবে তৃণমূলের কেউ সরকারি ভাবে কোনও মন্তব্য করতে চাননি। ওই ব্লকের তৃণমূল সভাপতি শুকদেব ব্রহ্মের সংক্ষিপ্ত মন্তব্য, ‘‘এর সঙ্গে তৃণমূলের যোগ নেই। তবে এই রকমের অন্যায় যদি কেউ করে থাকে, তার যেন চরম শাস্তি হয়।’’ পুলিশ সূত্রে খবর, ধৃতকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার সঞ্জয় মিতকুমার মাকোয়ান বলেন, ‘‘ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলার রুজু করে আদালতে পাঠানো হয়েছিল। তদন্ত চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement