BJP

Rampurhat Clash: রামপুরহাট-কাণ্ডের প্রতিবাদে নেমে পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনল বিজেপি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুর্শিদাবাদ শেষ আপডেট: ২৩ মার্চ ২০২২ ২০:০৪
Share:

রামপুরহাট-কাণ্ডের প্রতিবাদে মিছিলে নেমে পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করল বিজেপি। অভিযোগ, মহিলা কর্মীদের উপর হাত তোলে পুরুষ পুলিশ। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে।

Advertisement

বিজেপি-র জেলা সভাপতি শাখারভ সরকারের অভিযোগ, ‘‘আমাদের পাশের জেলা বীরভূমের রামপুরহাটে যে ভাবে বাড়িতে আগুন লাগিয়ে ১১ জন পুরুষ-মহিলা এবং শিশুকে পুড়িয়ে মারা হল তার প্রতিবাদে আজ (বুধবার) রাস্তায় নেমে ছিলাম আমরা। কিন্তু আমাদের মিছিল রাস্তায় আটকে দেয় পুলিশ। মহিলা পুলিশ ছাড়া আমাদের মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ে ওরা। ওড়না দিয়ে মেয়েদের গলায় ফাঁস লাগিয়ে তাঁদের মিছিল থেকে বের করে নিয়ে যায়।’’ তিনি আরও বলেন, ‘‘তৃণমূল শুধু বিজেপি-র শত্রু নয়, তৃণমূল তৃণমূলেরও শত্রু। কারণ, রামপুরহাটের ঘটনা তাদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই। একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে মারা হল।’’

শাসক দলের কর্মীদের বিজেপি-র জেলা সভাপতির কটাক্ষ, ‘‘কেন তৃণমূল করছেন? যে কোনও দিন আমাদের-আপনাদের বাড়িতে এই আক্রমণ হতে পারে। মা-বোনদের পুড়িয়ে মারতে পারে। আপনারাও সাবধান হোন।’’

Advertisement

অন্য দিকে, তৃণমূল জেলা সভাপতি শাওনি সিংহ রায় দাবি করেন, বিজেপির মিছিলকে কেন্দ্র করে এ রকম কোনও ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘‘পুর নির্বাচনে হেরে এরা নতুন নাটকের আশ্রয় নিয়েছে। একটি সামান্য ঘটনাকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। তৃণমূল নেতাকর্মীরা পুরবোর্ড গঠন নিয়ে অত্যন্ত ব্যস্ত। তারা এই ধরনের কোনও ঘটনার সঙ্গে যুক্ত নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement