হেরোইন ব্যবসায়ীদের বিরুদ্ধে মিছিল ও পথসভা করল এক সময়ের হেরোইন আসক্ত ৯০ জন ব্যক্তি। রবিবার সন্ধ্যায় ডোমকল বাজার পরিক্রমা করে বিভিন্ন মোড়ে সভাও করেন তাঁরা। তাঁদের দাবি, অনেক কষ্টে তাঁরা নেশামুক্তি ক্যাম্পে গিয়ে নেশা ছেড়েছেন। তাংরা চান না নতুন করে কেউ নেশাসক্ত হোক। তাই তাঁরা পথে মানুষকে সচেতন পথে নেমেছেন। মাস খানেক আগে ডোমকল আজাদ ক্লাবের পরিচালনায় একটি ২২ দিনের নেশামুক্তি শিবির হয়। সেখানে চিকিৎসা করিয়ে প্রায় ১০০ জন ব্যক্তি এখন সুস্থ। রবিবার তাঁদের ৯০ জন পথে নামেন। ডোমকলের বাসিন্দা আসরাফুল ইসলাম বলেন, ‘‘নেশায় কী হয় সেটা আমরা বুঝেছি। তাই বাড়ি বাড়ি গিয়েও নেশার বিরুদ্ধে প্রচার করছি।’’