Teacher Arrested

শ্লীলতাহানির অভিযোগে ধৃত গৃহশিক্ষক

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ওই ছাত্রীর পরিবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তি গৃহশিক্ষকতা করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২০ ০২:৩১
Share:

নিজস্ব চিত্র।

এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার করা হল এক গৃহশিক্ষককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সবুজবরণ বিশ্বাস। বাড়ি কৃষ্ণনগরের নেদেরপাড়া এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ওই ছাত্রীর পরিবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তি গৃহশিক্ষকতা করে। তার কাছে শহরের স্কুলের পড়ুয়ারা টিউশন নেয়। একাদশ শ্রেণির ওই ছাত্রী এবং তার তিন সহপাঠী একসঙ্গে টিউশন নিতে যায়।

Advertisement

বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী পড়তে গিয়ে দেখে যে তখনও অন্যরা আসেনি। গৃহশিক্ষক তাকে পড়ার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। অভিযোগ, তারপরই তার শ্লীলতাহানি করে। কিছু সময় পর অন্য সহপাঠীরা চলে আসায় তাকে ছেড়ে দিতে বাধ্য হয় শিক্ষক। ছাত্রীটি বাড়ি এসে প্রথমে কাউকে কিছু বলেনি। রাতে সে তার মাকে সমস্ত বিষয় খুলে বলে। বিষয়টি জানতে পারে তার সহপাঠীরা। রবিবার তারা শিক্ষকের বাড়িতে চড়াও হয়। পরে ছাত্রীটির পরিবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে। ছাত্রীর মা বলেন, ‘‘আমরা চাই, ওই শিক্ষকের উপযুক্ত শাস্তি হোক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement