প্রতীকী চিত্র।
তিন দিনের অনশন শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিল বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের কয়েকশো বিচারাধীন বন্দি। শনিবার সকালে মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও কারা দফতরের কর্তাদের হাত থেকে ঠাণ্ডা পানীয় খেয়ে তারা অনশন ভাঙেন। সংশোধনাগার কর্তৃপক্ষও, তাদের দাবি মেনে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।
বুধবার থেকে জেলের প্রায় ছ’শো বন্দি অনশন শুরু করে। অনশনকারী সকলেই ‘নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যানসেস অ্যাক্ট’ সংক্ষেপে এনডিপিএস মামলায় অভিযুক্ত। তার মধ্যে বহস্পতিবার ১২০ জন বন্দি অনশন প্রত্যাহার করে নেয়। এ দিকে অনশনের ফলে অসুস্থ হয়ে পড়লে ২৪ জন বন্দিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
মুর্শিদাবাদ জেলাশাসক পি উলগানাথন বলেন, ‘‘এ দিন সকালে জেলা প্রশাসনিক কর্তারা জেলের মধ্যে গিয়ে বন্দিদের বুঝিয়ে বললে তারা অনশন প্রত্যাহার করে নেয়। আগামী ১৯ জুলাই জেলা জজের সঙ্গে বৈঠক রয়েছে। ওই বৈঠকে অনশকারীদের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।”
অনশনকারীদের বুঝিয়ে অনশন প্রত্যাহার করানোর জন্য এ দিন সকালে মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ) এনাউর রহমান ও বহরমপুরের এসডিও দিব্যনারায়ণ চট্টোপাধ্যায় ওই সংশোধনাগারে যান।
সেই সময়ে জেলে হাজির ছিলেন কারা দফতরের অতিরিক্ত আইজি (উত্তর) কল্যাণকুমার প্রামাণিক। জেলা প্রশাসনিক ও কারা দফতরের কর্তারা বুঝিয়ে বলার পরেই অনশন প্রত্যাহার করে নিতে রাজি হন অনশনকারীরা।