Scam

Scam: হেফাজতে রাধারাণী

রবিবার কৃষ্ণনগরের নাজিরাপাড়ার এক তরুণী কোতোয়ালি থানায় রাধারাণীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ০৮:২৬
Share:

রাধারাণীকে নিয়ে আদালতের পথে পুলিশ। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র।

চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ধৃত রাধারাণী বিশ্বাসকে আট দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিলেন বিচারক। তাঁকে বৃহস্পতিবার কৃষ্ণনগর আদালতে হাজির করিয়ে বিচারকের কাছে দশ দিন হেফাজতের আর্জি জানিয়েছিল কোতোয়ালি থানার পুলিশ। তবে রাত পর্যন্ত তাঁর গাড়ির চালক ছোটন মল্লিক পুলিশের নাগালে আসেনি।

Advertisement

রবিবার কৃষ্ণনগরের নাজিরাপাড়ার এক তরুণী কোতোয়ালি থানায় রাধারাণীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, প্রাথমিক স্কুলে চাকরি করে দেবেন বলে রাধারাণী তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়ছেন। কাঁঠালপোতার এক তরুণও স্বাস্থ্য দফতরে চতুর্থ শ্রেণির কর্মীর চাকরির দেওয়ার নামে তাঁর থেকে ৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ দায়ের করেন।

তদন্তে পুলিশ জেনেছে, সিআইডি-র ডিএসপি বলে নিজের পরিচয় দিয়ে রাধারাণী অনেকের বিশ্বাসভাজন হয়েছিল। নদিয়ার বেশ কিছু তৃণমূল নেতার সঙ্গেও তাঁর যোগাযোগ তৈরি হয়েছিল। শুধু রাধারাণী নয়, তাঁর স্বামী, মেয়ে ও গাড়ির চালকের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। পরিস্থিতি বেগতিক বুঝে সোমবার দুপুরেই রাধারাণী গা ঢাকা দেন। ওই দিনই পুলিশ তাঁর গাড়ির চালক রফিক মণ্ডলকে গ্রেফতার করে। পুলিশের দাবি, রফিক জেরায় চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার কথা স্বীকার করেছে।

Advertisement

রাধারাণী ইতিমধ্যে তাঁর গাড়ির আর এক চালক ছোটন মল্লিকের সঙ্গে শান্তিপুরে ছোটনের শ্বশুরবাড়িতে গিয়ে আত্মগোপন করেছিলেন। পুলিশ বুধবার সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে আনে। তবে ছোটন পালিয়েছে। পুলিশের দাবি, রাধারাণী জেরায় বিশেষ মুখ খোলেননি। তবে তাঁর সম্পত্তি চিহ্নিত করার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। তবে তাঁর স্বামী নৃপেন্দ্রনাথ বিশ্বাস বা মেয়ে তিয়াশা বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement