ভেঙে পড়েছে কলা গাছ। তেহট্টে। নিজস্ব চিত্র।
মরসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে ক্ষতির মুখে পড়েছেন ভারত-বাংলাদেশ সীমান্তের চাষিরা।বিশেষত বিঘার পর বিঘা কলা বাগান নুয়ে পড়েছে। ভেঙে পড়েছে খেতের পেঁপে গাছ। ঝড়ের প্রভাব পড়েছে আম, লিচু বাগানেও।
তেহট্ট ১ ব্লকের চাষিদের একাংশ জানান, নরম হওয়ায় ঝড়ে কলা গাছ নুয়ে বা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তাই চাষিরা কলা গাছে বাঁশ দিয়ে ঠেকনা দেওয়ার কাজ করছিলেন। খানিক কাজ এগিয়েও ছিল। তার আগেই শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত চলে ঝড়-বৃষ্টি। সকাল হতে দেখা যায় কলা গাছ ভেঙে পড়েছে। কলার কাঁদি মাটিতে লুটিয়ে পড়েছে। পেঁপে গাছও মাঝ বরাবর ভেঙে গিয়েছে।
বেতাই চাপাগাড়া মাঠে বিঘার পর বিঘা জমিতে কলা ও পেঁপে চাষ হয়। চাষি অনুপ বিশ্বাস, শ্যামল বিশ্বাসেরা বলেন, “ঝড়ে হাতেগোনা কয়েকটি গাছ বাদ দিয়ে সব গাছ ভেঙে গিয়েছে।” পেঁপে চাষি বিনয় মজুমদার, সুধীর সরকার বলেন, “পেঁপে ছিঁড়ে পড়ার পাশাপাশি গাছ মাঝখান থেকে গাছ ভেঙে পুরো বাগান তছনছ।” পেঁপে চাষিরা জানান, পেঁপে এখন ২০ থেকে ২২ টাকা কিলোগ্রাম দরে বিক্রি হচ্ছিল। দুর্যোগের কারণে প্রায় সব চাষি ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের আর্জি, প্রশাসন যদি ক্ষতিপূরণের ব্যবস্থা করে তা হলে অন্তত চাষের খরচটুকু উঠবে।
এ বিষয়ে তেহট্টের মহকুমাশাসক অনন্যা সিংহ বলেন, “আমি খতিয়ে দেখে নির্দিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।”