কাজ চলছে। -নিজস্ব ছবি।
সাংসদ অধীর চৌধুরীর ডাকে সাড়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহরমপুরে কাজ শুরু হয়েছে ডিআরডিও অক্সিজেন প্ল্যান্টের। মুর্শিদাবাদে কোভিড হাতপাতাল তৈরির জন্য মোদীকে চিঠি লিখেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর। চিঠিতে তিনি ৫০০ শয্যার একটি কোভিড হাসপাতাল এবং অক্সিজেন প্ল্যান্টের জন্য অনুরোধ করেছিলেন।
খবর, বহরমপুর মাতৃসদনে মঙ্গলবার সকাল থেকেই অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ শুরু হয়েছে। তবে জমির অভাবে ডিআরডিও কোভিড হাসপাতালের কাজ শুরু করা যায়নি এখনও। কত দ্রুত জমির সংস্থান করতে পারে জেলা প্রশাসন, সে দিকেই তাকিয়ে রয়েছেন মুর্শিদাবাদের মানুষ।