—প্রতিনিধিত্বমূলক ছবি।
তিন দিনের ‘অজানা জ্বরে’ মৃত্যু হল এক ব্যক্তির। মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার নতুন লোহরপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ সাদেক আলি। বয়স ৬১ বছর। শনিবার দুপুর নাগাদ ওই ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গভীর রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। ডেঙ্গি সংক্রমণের কথা স্বীকার করেছে স্বাস্থ্য দফতর। তবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন মুর্শিদাবাদের শমসেরগঞ্জ ব্লকের সাদেক। শনিবার সকাল তাঁকে প্রথমে অনুপনগর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। সেখানে রাত ১টা নাগাদ মৃত্যু হয় তাঁর।
শমসেরগঞ্জের ব্লক মেডিক্যাল স্বাস্থ্য আধিকারিক তারিফ হোসেন বলেন, ‘‘ওই ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় অনুপনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেই সময় তাঁর ডায়রিয়ার কিছু লক্ষণ ছিল এবং তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। পাশাপাশি, ওই ব্যক্তির ডেঙ্গি পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছিল। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমরা জানার চেষ্টা করছি, ঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।’’