Accidental Death

ধুবুলিয়ায় দুর্ঘটনায় মৃত্যু গাড়িচালকের, খালাসি আশঙ্কাজনক, দু’জনেরই পরিচয় জানা যায়নি

রবিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার কারণে বেশ কিছু ক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধুবুলিয়া শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১০:৫৭
Share:

গাড়িচালক এবং খালাসিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে গাড়িচালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। খালাসির শারীরিক পরিস্থিতিও আশঙ্কাজনক। —প্রতীকী চিত্র।

পিকআপ ভ্যান এবং কন্টেনার সংঘর্ষে মৃত্যু হল পিকআপ ভ্যান চালকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই গাড়ির খালাসির। রবিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার কারণে বেশ কিছু ক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। ঘটনাস্থলে পৌঁছয় ধুবুলিয়া থানার পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোর ৪টে নাগাদ ধুবুলিয়া থানার অন্তর্গত টিভি গেট সংলগ্ন অঞ্চলে জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যান বেথুয়া থেকে কৃষ্ণনগরগামী একটি কন্টেনারের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে গুরুতর আহত হন পিকআপ ভ্যানের চালক এবং খালাসি। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ওই গাড়িচালককে মৃত বলে ঘোষণা করেন।

অন্য দিকে, গাড়ির খালাসির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখন মৃত এবং আহত ব্যক্তির নাম এবং পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement