এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।
চার বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনার ২৪ ঘণ্টা পরে পুলিশের হাতে পাকড়াও মূল অভিযুক্ত। নদিয়ার কালীগঞ্জ থানা এলাকাতেই তাঁর বাড়ি। পুলিশ সূত্রে খবর, জেরায় ইতিমধ্যেই অভিযুক্ত দোষ কবুল করেছে।
নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে রবিবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল নদিয়ার মীরাবাজার পুলিশ ফাঁড়ি এলাকা। পরিবারের দাবি, মেয়েটি বাড়ির সামনে খেলছিল। এলাকার কয়েক জন যুবক তাকে তুলে নিয়ে যায় একটি পরিত্যক্ত বাড়িতে। সেখানে চার বছরের শিশুটিকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। পরিত্যক্ত বাড়ি থেকে শিশুটির চিৎকার শুনতে পান পরিবারের লোকজন। তাঁরা সেখানে দৌড়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যান।
শিশুটিকে উদ্ধার করে পর তাঁরন মীরাবাজার পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে পরিবার। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও অভিযুক্তেরা ধরা না-পড়ায় বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। রবিবার বিকেলে পুলিশ ফাঁড়ি ও ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁরা দাবি জানান, যাঁরা এমন ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করুক পুলিশ। সোমবার অভিযুক্তদের এক জনকে পাকড়াও করেছে পুলিশ।
যৌন নির্যাতনের ঘটনায় আরও কে বা কারা জড়িত তার তদন্ত হচ্ছে। সোমবারই নির্যাতিত শিশুটির জবানবন্দি নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।