International Weekend Destinations

কলকাতা থেকে বড়জোর ৫ ঘণ্টা! দু’দিনের ছুটিতেই হতে পারে বিদেশ সফর, রইল ৭ জায়গার খোঁজ

কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি পৌঁছে যাওয়া যায়। মাঝে কয়েক ঘণ্টা অন্য বিমানবন্দরে অপেক্ষাও করতে হবে না ৭টি জায়গায় বেড়াতে গেলে। উপরন্তু সময় লাগবে ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা। এর বেশি নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৯:১১
Share:
7 International Destinations which are only 5 hours away in nonstop flight from Kolkata Airport for weekend trips

কলকাতা থেকে ৫ ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক সফর-তালিকা। ছবি: সংগৃহীত।

হাতে সময় কম। অথচ ভ্রমণের পিপাসায় খামতি নেই। বিশ্ব-সফরের তেষ্টা মেটাতে কখনও কখনও শনি-রবির ছুটিও কাজে লাগাতে চান অনেকে। আর তাঁদেরই জন্য রইল ৭টি জায়গা নিয়ে একটি তালিকা। কলকাতা থেকে বিমানে চেপে সরাসরি পৌঁছে যাওয়া যায়। মাঝে কয়েক ঘণ্টা অন্য বিমানবন্দরে অপেক্ষাও করতে হবে না এই ৭টি জায়গায় বেড়াতে গেলে। উপরন্তু সময় লাগবে মাত্র ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা। এর বেশি নয়।

Advertisement

সিঙ্গাপুর, রিপাবলিক অফ সিঙ্গাপুর

উড়ানের সময়: ৪ ঘণ্টা ৫ মিনিট থেকে ৪ ঘণ্টা ২০ মিনিট

Advertisement

কী কী দেখবেন:আধুনিক দ্রুত গতির শহর। প্রাণবন্ত। ইউনিভার্সাল স্টুডিও, গার্ডেন্স বাই দ্য বে-র মতো জায়গাগুলি দেখতে পারেন। তা ছাড়া, বিশ্বমানের জিনিসপত্র কেনাকাটার জন্যও অনেকে সফর করেন সিঙ্গাপুরে।

কুয়ালালামপুর, মালয়েশিয়া

উড়ানের সময়: প্রায় ৪ ঘণ্টা

কী কী দেখবেন:সিঙ্গাপুরের মতো আরও একটি প্রাণবন্ত শহর। আধুনিক স্থাপত্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সুস্বাদু খাবার চেখে দেখার সুযোগ রয়েছে। তা ছাড়া, শহরের বাইরের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে পারেন। পাহাড়, সমুদ্র, এবং জঙ্গলে ঘুরে বেড়াতে পারেন যদি শহর পছন্দ না হয়।

ব্যাঙ্কক, তাইল্যান্ড

উড়ানের সময়: ২ ঘণ্টা ২৫ মিনিট থেকে ২ ঘণ্টা ৪০ মিনিট

কেন যাবেন: ব্যাঙ্কক তার সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস, রঙিন স্ট্রিট ফুড, ব্যস্ত বাজার এবং প্রাণবন্ত সন্ধ্যা-রাতের জন্য পরিচিত। পর্যটকেরা তা খুবই পছন্দ করেন।

ঢাকা, বাংলাদেশ

উড়ানের সময়: ৫০ মিনিট থেকে ১ ঘণ্টা

কী কী দেখবেন: ঢাকা শহরে বিশ্ববিদ্যালয়, ঐতিহাসিক মসজিদ, দারুণ খাবারদাবারের ঠিকানার পাশাপাশি ঘুরে দেখতে পারেন শহরের বাইরের জেলাগুলিও। সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে।

পারো, ভুটান

উড়ানের সময়: ১ ঘণ্টা

কী কী দেখবেন: মনের শান্তি, প্রাণের আরাম। ঐতিহ্যবাহী বৌদ্ধ মঠ, নির্জন পাহাড়, পাখির কলতান, শহর ছেড়ে দু’দিনের জন্য পালাতে হলে ভুটান আদর্শ।

শহর ছেড়ে দু’দিনের জন্য পালাতে হলে ভুটান আদর্শ। ছবি: সংগৃহীত।

দুবাই, সংযুক্ত আরব আমিরশাহী

উড়ানের সময়: ৫ ঘণ্টা ২৫ মিনিট থেকে ৫ ঘণ্টা ৪০ মিনিট

কী কী দেখবেন: বিলাসবহুল জীবনযাত্রা, চোখধাঁধানো অত্যাধুনিক স্থাপত্য (যেমন বুর্জ খলিফা, বুর্জ আল আরব), মরুভূমিতে সাফারি উপভোগ করার জন্য দুবাই ঘুরে আসতেই পারেন।

হো চি মিন সিটি, ভিয়েতনাম

ফ্লাইটের সময়: ৩ ঘণ্টা ৩০ মিনিট

কী কী দেখবেন: ঐতিহাসিক স্থান, সবুজ ও নীলের প্রাকৃতিক দৃশ্য থেকে চোখে আরাম নিতে ভিয়েতনাম পৌঁছে যেতে পারেন কম সময়ে। সবুজ জলরাশি এবং ছোট ছোট দ্বীপপুঞ্জ, ভিয়েতনাম যুদ্ধের মিউজিয়াম, একাধিক সমুদ্রসৈকতে ছোট্ট ছুটি কাটানোর সুযোগ হাতছাড়া করবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement