নওশাদ সিদ্দিকি। —ফাইল ছবি।
স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরও বেশি উৎসাহিত করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এত দিন রক্তদাতাদের টিফিনের জন্য সরকার যে অর্থ বরাদ্দ করত, তা দ্বিগুণ করা হয়েছে। স্বাস্থ্য দফতরের অধীন রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদ সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে রক্তদান শিবিরে রক্তদাতাদের খাবারের জন্য বরাদ্দ ৫০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হবে। শিবিরের উদ্যোক্তারা এ বার থেকে এই অর্থ ব্যবহার করে রক্তদাতাদের আরও ভাল ভাবে আপ্যায়ন করতে পারবেন।
এই সিদ্ধান্ত ঘোষণার পর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, “বিভিন্ন সমাজকল্যাণমূলক সংগঠনের সঙ্গে কথা বলার পর আমি জানতে পারি, রক্তদাতাদের জন্য রিফ্রেশমেন্টের খরচ বাড়ানো দরকার। বিধানসভায় আমি পর পর দু’দিন এই দাবি উত্থাপন করেছিলাম। এর পরই স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয়, রক্তদাতাদের টিফিনের জন্য বরাদ্দ ১০০ টাকা করা হয়েছে। আমি এর জন্য স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের ধন্যবাদ জানাই।”
নওশাদ আরও বলেন, “এটি শুধু আমার দাবি ছিল না, এটি ছিল সেই সব সংগঠনের দাবি, যারা বছরের পর বছর রক্তদান শিবিরের আয়োজন করে। বিশেষত, করোনা অতিমারির সময় এই সংগঠনগুলোর ভূমিকা আমরা সবাই দেখেছি। তাই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে রক্তদানের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।”
রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এর আগে ২০২৩ সালে রক্তদাতাদের জন্য বরাদ্দ খরচ ২৫ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছিল। তার আগে ২০১৪ সালে ২০ টাকা থেকে বাড়িয়ে তা ২৫ টাকা করা হয়েছিল। এ বার ৫০ টাকা থেকে দ্বিগুণ করে ১০০ টাকা করা হল, যা রক্তদাতাদের স্বেচ্ছায় রক্তদান করতে আরও উৎসাহ দেবে বলে মনে করা হচ্ছে।
রাজ্যে সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক সংগঠন এবং হাসপাতালগুলির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায়, রক্তদাতাদের উপযুক্ত যত্ন ও আপ্যায়নের অভাব থাকে। টিফিনের জন্য অর্থ বরাদ্দ বাড়ানো হলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে রক্তদানের হার আরও বাড়বে। রক্তের চাহিদা মেটাতে নিয়মিত রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রক্তদাতাদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও রক্তদান শিবিরের উদ্যোক্তারা। তাঁদের মতে, রক্তদানকে জনপ্রিয় করতে শুধু প্রচার নয়, রক্তদাতাদের যথাযথ যত্নও প্রয়োজন। অর্থ বরাদ্দ বাড়ানোয় এ বার শিবিরগুলিতে রক্তদাতাদের জন্য আরও ভাল মানের খাবার ও পানীয় সরবরাহ করা সম্ভব হবে। রাজ্য সরকারের এই উদ্যোগ যে রাজ্যের রক্তসঙ্কট মোকাবিলায় বড় ভূমিকা নেবে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, আসন্ন গ্রীষ্মকালে রাজ্য জুড়ে রক্তের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। তার আগে এই সিদ্ধান্তকে কার্যকর পদক্ষেপ হিসাবে দেখছে নবান্ন।