বাইকরাজ আর নয়, হুঁশিয়ারি শুভেন্দুর

মাথায় পতাকা বেধে ‘বাইকরাজ’ নয়, বহিরাগতের ভিড় বাড়িয়ে ‘দাপট’ দেখানোরও প্রয়োজন নেই। তাতে ফল হয় উল্টো।মঙ্গলবার, ডোমকলে এআরডি হলে দলের রুদ্ধদার বৈঠকে এ ভাবেই বিধানসভা ভোটের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে গেলেন জেলার দলীয় পর্যবেক্ষক শুভেন্দু আধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০১:৫৬
Share:

মাথায় পতাকা বেধে ‘বাইকরাজ’ নয়, বহিরাগতের ভিড় বাড়িয়ে ‘দাপট’ দেখানোরও প্রয়োজন নেই। তাতে ফল হয় উল্টো।

Advertisement

মঙ্গলবার, ডোমকলে এআরডি হলে দলের রুদ্ধদার বৈঠকে এ ভাবেই বিধানসভা ভোটের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে গেলেন জেলার দলীয় পর্যবেক্ষক শুভেন্দু আধিকারী।

এ দিন দলের নেতা-কর্মীদের তিনি জানান, ‘নেগেটিভ’ রাজনিতির ছায়াতেই গত বিধানসভা নির্বাচনে ডোমকলে ভরাডুবি হয়েছিল দলের। হারতে হয়েছিল সিপিএমের কাছে।

Advertisement

সামনেই পুরভোট। ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শুবেন্দু জানিয়ে গিয়েছেন, ‘‘১৬ এপ্রিল ডোমকলে পুরভোটের প্রকাশ্য সভা। সে দিন ঘোষণা করা হবে ২১ জন প্রার্থীর নাম।’’ জানাচ্ছেন, এর পরেই, জলঙ্গির পদ্মাপাড়ে ভোটে জেতার ‘রসদ’ ও ‘রাজনৈতিক অস্ত্র’ তুলে দেওয়া হবে প্রার্থীদের হাতে। তা কি? সে কথা অবশ্য ভেঙে বলতে চাননি দলের নেতারা।

আরও পড়ুন:নদী পেরিয়ে এসে দেখি আদালত বন্ধ

এ দিনের ওই বৈঠকে হাজির ছিলেন জিয়াগঞ্জের পুরপ্রধান শঙ্কর মণ্ডল। বৈঠকের পরে সাংবাদিকদের শুভেন্দু জানান, জিয়াগঞ্জের পুরপ্রধানের অনাস্থা দল কোনও ভাবে অনুমোদন করে না। যারা অনাস্থা জানিয়ে প্রশাসনের কাছে চিঠি জমা দিয়েছেন, তাদের ওই চিঠি প্রত্যাহার করতে হবে বলেও তিনি জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement