Murder

Nadia Shootout: বিবাহবহির্ভূত সম্পর্কে নারাজ, ‘শিক্ষা’ দিতে মহিলাকে গুলি করে খুন নবদ্বীপে, দাবি ধৃতের

প্রাথমিক ভাবে খুনের কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল। তবে পুলিশের দাবি, জেরায় নবকুমার স্বীকার করেছে খুনের কারণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৯:২৮
Share:

অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে। —নিজস্ব চিত্র।

প্রাতর্ভ্রমণে বেরিয়ে নবদ্বীপে মহিলা খুনের ঘটনায় ধৃতকে জেরা করে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, ধৃত জেরায় স্বীকার করেছে, বিবাহবহির্ভূত সম্পর্কে রাজি না হওয়াতেই সে ওই মহিলাকে খুন করেছে।
বুধবার প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন নবদ্বীপ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রানু বৈরাগ্য (৪৫)। তিনি স্থানীয় একটি বাড়িতে রাঁধুনির কাজ করতেন। পুলিশের দাবি, মহিলাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন করা হয়েছে। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই নবকুমার মণ্ডল নামে নবদ্বীপ পুরসভারই ১৮ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত জেরায় জানিয়েছে, রানুকে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ার প্রস্তাব দিয়েছিল সে। তাতে রাজি না হওয়ায় তাঁকে ‘শিক্ষা’ দিতেই গুলি করে খুন করেছে নবকুমার।

Advertisement

ধৃত নবকুমার পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। সে বিবাহিতও। প্রাথমিক ভাবে খুনের কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল। তবে পুলিশের দাবি, জেরায় নবকুমার স্বীকার করেছে খুনের কারণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement