Corona Virus New variant

করোনা নিয়ে সতর্ক জেলা, চালু পরীক্ষা

করোনার ফের মাথাচাড়া দেওয়া নিয়ে সতর্ক জেলাবাসীও। কারণ, মুর্শিদাবাদের বহু বাসিন্দা নানা কাজে কলকাতা বা রাজ্যের অন্যত্র যাতায়াত করেন।

Advertisement

সামসুদ্দিন বিশ্বাস

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ ০৯:০৭
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দেশের অন্য কয়েকটি রাজ্যের সঙ্গে অল্প সংখ্যায় হলেও এ রাজ্যেও করোনার নতুন ভ্যারিয়ান্ট মাথাচাড়া দিয়েছে। গত সোমবার পর্যন্ত নতুন করে এ রাজ্যে ৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে সেই ৭০ জনের তালিকায় মুর্শিদাবাদের কেউ যদিও নেই। তবে জেলা প্রশাসন সতর্ক। মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের করোনার পরীক্ষা শুরু হয়েছেবলে খবর।

Advertisement

করোনার ফের মাথাচাড়া দেওয়া নিয়ে সতর্ক জেলাবাসীও। কারণ, মুর্শিদাবাদের বহু বাসিন্দা নানা কাজে কলকাতা বা রাজ্যের অন্যত্র যাতায়াত করেন। জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা জানান, এখনও পর্যন্ত জেলায় কেউ করোনা আক্রান্ত হননি। তবে করোনা রুখতে স্বাস্থ্য দফতর সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে স্বাস্থ্য দফতরের কর্তারা জানিয়েছেন। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল-সহ জেলার জঙ্গিপুর, কান্দি ও ডোমকল মহকুমা হাসপাতাল ও সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগী ভর্তি করার বিষয়ে সপ্তাহ দুয়েক আগেই স্বাস্থ্য দফতরের তরফে মহড়া হয়েছে।

মঙ্গলবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অমিতকুমার দাঁ বলেন, ‘‘মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রে দৈনিক ২৫-৩০ জনের করোনা পরীক্ষা করানো হচ্ছে। সোমবারও ৩০ জনের পরীক্ষা করানো হয়েছে। তবে তাতে এখনও পর্যন্ত কারও করোনা পজ়িটিভ ধরা পড়েনি।’’ তাঁর দাবি, ‘‘আমরা করোনা রোগী ভর্তি করার জন্য প্রস্তুত। মহড়াও দিয়েছি। যে কোনও সময় করোনা রোগী এলে অন্ততপক্ষে ১০০ জনকে ভর্তি নিতে পারব। তবে এখনও তেমন পরিস্থিতি তৈরি হয়নি।’’ কাদের করোনা পরীক্ষা করানো হচ্ছে? মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক আধিকারিক জানান, বিদেশে যাওয়ার জন্য করোনা পরীক্ষার রিপোর্ট প্রয়োজন হচ্ছে। যাঁরা বিদেশে যাচ্ছেন, তাঁরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করাচ্ছেন। আবার করোনার উপসর্গ থাকলে চিকিৎসকদের পরামর্শ মতোও করোনা পরীক্ষা করানো হচ্ছে।

Advertisement

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কেরল, তামিলনাড়ু, কর্নাটকের মতো রাজ্যে করোনা ভাইরাসের নতুন উপপ্রজাতি দেখা দিচ্ছিল। সে সময় কেরলে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যুও হয়েছে। করোনার নতুন উপপ্রজাতি সামনে আসতেই তখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গকেও সতর্ক করেছিল। তার পরে এ রাজ্যে করোনা নিয়ে সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্য দফতর। মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ স্যানাল বলেন, ‘‘আমাদের জেলায় করোনা পজ়িটিভ রোগী নেই। তবে আমরা প্রস্তুতি সেরে রেখেছি। কেউ আক্রান্ত হলে চিকিৎসার পরিকাঠামো প্রস্তুত রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement