Murder

রাস্তায় মোবাইল মেকানিককে গুলি করে খুন, চাঞ্চল্য মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়

মাঝ রাস্তায় মোবাইল মেকানিককে গুলি করে হত্যার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গেল মুর্শিদাবাদে । শনিবার রাতে বড়ঞা থানার ডাকবাংলা এলাকা ঘটেছে এই ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ০০:৪১
Share:

নিজস্ব চিত্র।

মাঝ রাস্তায় মোবাইল মেকানিককে গুলি করে হত্যার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গেল মুর্শিদাবাদে । শনিবার রাতে বড়ঞা থানার ডাকবাংলা এলাকা ঘটেছে এই ঘটনা।

Advertisement

রাতে দোকান থেকে বাড়ি ফিরছিলেন বয়ত তেইশের প্রত্যয় ভট্টাচার্য নামে ওই যুবক। সেই সময়েই আচমকা দুষ্কৃতীরা তাঁর উপর গুলি চালায়, এমনটাই খবর পুলিশ সূত্রে। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বছর পাঁচেক আগে প্রত্যয়ের বাবা দেবাশিষ ভট্টাচার্য বড়ঞা ব্লক যুব কল্যান দফতরে বদলি হয়ে ছেলেক এই এলাকায় নিয়ে এসেছিলেন। ডাকবাংলা এলাকায় তাঁরা একটি বাড়িতে ভাড় থাকতেন। আদি বাড়ি উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায়। প্রত্যয় একটি দোকানে মোবাইল মেকানিকের কাজ করতেন।

শনিবার রাতে মোবাইলে দোকান বন্ধ করে স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে দুস্কৃতিরা তাঁকে গুলি করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় প্রত্যয় ভট্টাচার্যকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে খুন করা হল, বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বড়ঞা থানার পুলিশ। পুরনো শত্রুতার জেরে এই প্রত্যয়কে খুন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement