মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কয়েকশো নেতা-কর্মী। নিজস্ব চিত্র।
সাগরদিঘি উপনির্বাচনে ধরাশায়ী হওয়ার পরেই মুর্শিদাবাদে তৃণমূলের ‘রক্তক্ষরণ’। দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কয়েকশো নেতা-কর্মী। তাঁদের বক্তব্য, পঞ্চায়েত স্তরে পাহাড় প্রমাণ ‘দুর্নীতি’, সংখ্যালঘু বঞ্চনার বিরুদ্ধে ডোমকল ব্লকের ঘোড়ামারা অঞ্চল কংগ্রেসের কর্মিসভার মঞ্চে যোগ দেন তৃণমূল কর্মীরা। দলত্যাগী তৃণমূল কর্মীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন ডোমকল ব্লক কংগ্রেসের সভাপতি তহিদুল ইসলাম। তৃণমূল অবশ্য একে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না। তাদের বক্তব্য, পঞ্চায়েত ভোটে কোনও সুবিধা করে উঠতে পারবে না বলেই এই দলত্যাগ।
বৃহস্পতিবার যোগদান কর্মসূচি ঘিরে স্থানীয় কংগ্রেস কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল। সাগরদিঘি উপনির্বাচনে জয়লাভের পরেই শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কংগ্রেসের বক্তব্য, এই যোগদান তাদের দলের ভিত আরও মজবুত করবে জেলায়।
যদিও এই দলবদলকে গুরুত্ব দিতেই নারাজ তৃণমূল। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের চেয়ারম্যান আবু তাহের খান বলেন, ‘‘কয়েকটা উলুখাগড়া কোথায় এল আর গেল, এ দিয়ে কিছু যায় আসে না। এরা একই লোককে এক বার জেলায় যোগদান করায়, এক বার ব্লকে।’’