—প্রতীকী চিত্র।
গত কয়েক দিন ধরেই যখন তখন লোডশেডিং হচ্ছে। তীব্র গরমের মধ্যে ফ্যানটাও খারাপ। হাঁসফাঁস অবস্থায় ইলেকট্রিক মিস্ত্রির জন্য অপেক্ষা না করে নিজেই পাখা সারাইয়ের চেষ্টা শুরু করেছিলেন। তখনই ঘটল অঘটন। বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর জখম হন গোবিন্দ ঘোষ নামে মিষ্টির দোকানের এক কর্মচারী। নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা। গোবিন্দকে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে খবর, ধুবুলিয়া বাজারের একটি মিষ্টির দোকানে কাজ করতেন গোবিন্দ। দোকানের একটি সিলিং ফ্যান আচমকা বন্ধ হয়ে গিয়েছিল। তিনি নিজে পাখাটি সারানোর চেষ্টা করছিলেন। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন গোবিন্দ। যদিও মৃত্যুর কারণ জানতে মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
ওই ঘটনার প্রত্যক্ষদর্শী প্রকাশ মালাকার বলেন, ‘‘দোকানের একটি পাখা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। আজ সেই পাখা সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গোবিন্দ। হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।’’