উপ প্রধান-খুনে যাবজ্জীবন সাজা

সিপিএমের উপ-প্রধানকে খুনের দায়ে ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের ফাস্ট ট্রাক কোর্ট (চতুর্থ) আদালতের বিচারক পীযূষকান্তি রায়। বুধবার ওই সাজা ঘোষণা হয়। ২০০৪ সালের ৯ নভেম্বর খুন হন থানারপাড়ার ধোড়াদহ-২ পঞ্চায়েতের উপ-প্রধান আহাচাঁদ শা। ঘটনায় আহাচাঁদের আত্মীয় গেদু শা ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ১৮ জুন ২০১৫ ০০:৩৯
Share:

কৃষ্ণনগর আদালতে তোলা নিজস্ব চিত্র।

সিপিএমের উপ-প্রধানকে খুনের দায়ে ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের ফাস্ট ট্রাক কোর্ট (চতুর্থ) আদালতের বিচারক পীযূষকান্তি রায়। বুধবার ওই সাজা ঘোষণা হয়। ২০০৪ সালের ৯ নভেম্বর খুন হন থানারপাড়ার ধোড়াদহ-২ পঞ্চায়েতের উপ-প্রধান আহাচাঁদ শা। ঘটনায় আহাচাঁদের আত্মীয় গেদু শা ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ঘটনার দিনই এক অভিযুক্ত খুন হন। বাকি ১৮ জনকে ধরে পুলিশ। এ দিন সেই মামলারই সাজা ঘোষণা হল। মামলার সরকারি কৌঁসুলি মঙ্গলময় মুখোপাধ্যায় জানান, রাজনৈতিক শত্রুতার কারণেই এই খুনের ঘটনা ঘটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement