Remedies for Blackheads

ব্ল্যাকহেড্‌স পরিষ্কার করতে পার্লারে গিয়ে যন্ত্রণা সইবেন কেন? ৩ পানীয়ে চুমুক দিলেই হবে

ব্ল্যাকহেড্‌স দূর করতে চুমুক দিতে পারেন কয়েকটি পানীয়ে। রইল তেমন কিছু পানীয়ের হদিস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৮:২৯
Share:

ব্ল্যাকহেড্‌সের দাওয়াই আছে হাতের কাছেই।

নাকের উপর গুড়ি গুড়ি কালো দাগে ভর্তি। মেকআপ করলেও সেটা ফুটে ওঠে। সুন্দর সাজগোজ করেও ব্ল্যাকহেড্‌স এমন ভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, যাতে একরাশ বিষণ্ণতায় ভরে ওঠে মন। মাঝেমাঝে পার্লারে গিয়ে ব্ল্যাকহেড্‌স পরিষ্কার করে আসেন ঠিকই, কিন্তু সেই পদ্ধতিও বেশ যন্ত্রণাদায়ক। এ ছাড়া ব্ল্যাকহেড্‌স দূর করার কিছু ঘরোয়া টোটকা তো রয়েছেই, সেগুলি ব্যবহার করে অবশ্য সাময়িক সুফল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তবে ব্ল্যাকহেড্‌স দূর করতে চুমুক দিতে পারেন কয়েকটি পানীয়ে। রইল তেমন কিছু পানীয়ের হদিস।

Advertisement

নিম এবং মধু

এই দুই উপকরণ ত্বকের জন্য খুবই উপকারী। বিশেষ করে ব্ল্যাকহেড্‌সের সমস্যা থাকলে নিম চা খেতে পারেন। এই পানীয়ে মিশিয়ে নিতে পারেন কয়েক চামচ মধু। ব্ল্যাকহেড্‌স নাকের উপর সহজে বাসা বাঁধতে পারবে না।

Advertisement

আমলকি এবং আদা

দু’টি জিনিসেই উপকারী উপাদানের অভাব নেই। শরীরের যত্ন নেয় তো বটেই। সেই সঙ্গে আমলকি এবং আদার গুণে ব্ল্যাকহেডসের সমস্যা সহজে দূর হয়। আমলকি এবং আদা দিয়ে একটি পানীয় বানিয়ে নিতে পারেন। সপ্তাহে দু’দিন খেলেই উপকার পাবেন।

গ্রিন টি

ওজন নিয়ন্ত্রণে রাখতে গ্রিন টি খান অনেকেই। তবে এই চায়ের যে ব্ল্যাকহেড্স‌ দূর করার গুণ আছে, তা অনেকেই জানতেন না। গ্রিন টি শরীরের যাবতীয় টক্সিন দূর করে ত্বক পরিষ্কার রাখে। তবে চায়ে যদি লেবুর রস মিশিয়ে নিতে পারেন, ব্ল্যাকহেড্‌স হওয়ার আশঙ্কা কম থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement