শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে জেলাশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিলেন বাম-কংগ্রেস জোটের নেতারা। বুধবার দুপুরে বাম-কংগ্রেস জোটের নেতারা নদিয়ার পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে গিয়ে শাসকদলের হুমকি ও সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ দিন সিপিএমের জেলাসম্পাদক সুমিত দে, কংগ্রেসের জেলা সভাপতি অসীমকুমার সাহা, আরএসপির জেলাসম্পাদক শঙ্কর সরকার, সিপিএম বিধায়ক রমা বিশ্বাস প্রমুখ উপস্থিত থেকে তাঁদের দাবি জানান। তাঁরা প্রথমে পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অভিযোগ জানান। পরে জেলাশাসকের অফিসে এসে অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শেখর সেনের সঙ্গে দেখা করে তাঁদের দাবি জানান।
অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বলেন, ‘‘স্মারকলিপি পেয়েছি। তা জেলা শাসকের কাছে পৌঁছে দেব।’’ সিপিএমের জেলা সম্পাদক সুমিত দের দাবি, জেলাজুড়ে শাসকদল বাম-কংগ্রেসে জোট কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে। মারধর থেকে শুরু করে জরিমানা করছে। ভোটের পর থেকে এখনও পর্যন্ত ২০০ কর্মী ঘরছাড়া। শুধুমাত্র চাপড়াতেই ১০০ ওপর ঘরছাড়া রয়েছে। তাই ঘরছাড়াদের ঘরে ফেরানোর দাবি জানানো হয়েছে বলে তিনি জানান। জেলাতে বাম-কংগ্রেসের মিলিয়ে ৩৫টির ওপরে পার্টি অফিস ভাঙচুর করেছে শাসকদল। তিনি বলেন, ‘আমাদের অফিস দখলও করেছে তৃণমূল। এখনও পর্যন্ত ১৮টি পার্টি অফিস বেদখল হয়ে রয়েছে। এ সব বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলাশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছি।’’জেলা তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্ত অবশ্য বলেন, “নির্বাচনের অনেক আগে থেকেই তাঁরা একই অভিযোগ বার বার তুলে এসেছেন। কিন্তু নির্বাচনে তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন।”