Murshidabad

শব্দের কাছে হার সচেতনতার, মুর্শিদাবাদে কমলেও থামল না বাজির দাপট

কোভিড আবহে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা ছিল বাজি ফাটানোয়। তবুও অনেকে পুরনো অভ্যাস বজায় রাখলেন। তবে অন্যান্য বছরের তুলনায় জেলার পরিস্থিতি ছিল অনেকটাই অন্য রকম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুর্শিদাবাদ শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ২১:১০
Share:

রাত্রি নামলে অনেক জায়গায় বাজির শব্দ পাওয়া গিয়েছে। নিজস্ব চিত্র।

কালীপুজোর রাতে বাজির কাছে পুরোপুরি জিততে পারল না মুর্শিদাবাদ। নিষেধাজ্ঞা থাকলেও জেলার সব জায়গাতেই ফাটানো হল বাজি।

Advertisement

কোভিড আবহে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা ছিল বাজি ফাটানোয়। তবুও অনেকে পুরনো অভ্যাস বজায় রাখলেন। তবে অন্যান্য বছরের তুলনায় জেলার পরিস্থিতি ছিল অনেকটাই অন্য রকম।

তবে সন্ধে আর রাতের মধ্যে অনেকটাই ফারাক। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জেলার অধিকাংশ জায়গায় বাজির দাপট শুরু হয়ে যায়। ডোমকল থেকে বহরমপুর, কান্দি-সহ সব এলাকাতেই ছিল এক চিত্র।

Advertisement

তবে জেলায় পুলিশ সতর্ক ছিল। কিন্তু তাতেও পুরোপুরি রাশ টানা যায়নি।

জেলার পরিবেশ কর্মী অমরেশচন্দ্র মণ্ডলের কথায়, "এখনও যে সাধারণ মানুষ স‌চেতন নয় তা আজ স্পষ্ট হল।" জেলা পুলিশের এক আধিকারিক বলেন, "পুলিশ অনেক প্রচার চালিয়েছে। বাজি ব্যবহার বন্ধ করতে সব থানার পুলিশই নজরদারি চালাচ্ছে।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement