Fraud

‘প্রতারণা’ ৪৮ লক্ষ টাকার, অভিযুক্ত সেই জুনাইদুলই

কালনার পুরপ্রধানের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাওয়ার অভিযোগে কিছু দিন আগেই জুনাইদুল হক চৌধুরী নামে এক জনকে গ্রেফতার করেছিল শেক্সপিয়র সরণি থানা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ০৮:৫৫
Share:

কলকাতার বিধায়ক আবাসন থেকে কী করে রানাঘাটে প্রতারণার চক্র ছড়িয়েছিল, তা জানার চেষ্টা চলছে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনার পুরপ্রধানের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাওয়ার অভিযোগে কিছু দিন আগেই জুনাইদুল হক চৌধুরী নামে এক জনকে গ্রেফতার করেছিল শেক্সপিয়র সরণি থানা। এ বার নদিয়ার রানাঘাটে ৪৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগেও তার নাম জড়াল। সেই সঙ্গে আরও দু’জনের নামে অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

পুলিশের দাবি, এই প্রতারণায় অভিযোগকারীর অ্যাকাউন্টে যে পাঁচ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছিল, তা ভিয়েতনামের একটি অ্যাকাউন্ট থেকে এসেছে। কলকাতার বিধায়ক আবাসন থেকে কী করে রানাঘাটে প্রতারণার চক্র ছড়িয়েছিল, তা জানার চেষ্টা চলছে। সপ্তাহ দুয়েক আগেই বিধায়ক আবাসন থেকে জুনাইদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক ও তাসলিম শেখ নামে তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তে নেমে রানাঘাটে অভিষেক মৈত্র নামে এক জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা ঢোকার বিষয়টি নজরে আসে পুলিশের। অভিষেককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন। সোমবার তিনি রানাঘাট থানায় অভিযোগ দায়ের করে জানান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ১৮ দফায় মোট ৪০ লক্ষ টাকা জুনাইদুলকে দিয়েছিলেন। নগদে দেন আট লক্ষ টাকা। তৃণমূল সাংসদের ব্যক্তিগত সচিব পরিচয়ে জুনাইদুল অভিষেককে রাজ্য সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। চাকরি না পেয়ে অভিষেক যোগাযোগ করায় পাঁচ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement