দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেও মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি এখনই বামফ্রন্টের হাতছাড়া হচ্ছে না। সোমবার লালবাগে এক অনুষ্ঠানে ওই পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি সরস্বতী মণ্ডল-সহ ফরওয়ার্ড ব্লকের তিন জন, সিপিএমের পাঁচ জন কর্মাধ্যক্ষ এবং বিরোধী দলনেতা ধনঞ্জয় মণ্ডল-সহ কংগ্রেসের দুজন মিলিয়ে মোট ১০ জন তৃণমূলে যোগ দেন। গত পঞ্চায়েত নির্বাচনে ২৪ আসনের ওই পঞ্চায়েত সমিতিতে সিপিএমের ১২ জন, ফরওয়ার্ড ব্লকের চার জন এবং কংগ্রেসের আট জন জয়ী হন। জেলা সভাপতি মান্নান হোসেন বলেন, ‘‘বামফ্রন্ট ও কংগ্রেসের বিকল্প হিসেবে মানুষ এই জেলায় তৃণমূলকে বেছে নিয়েছে। ফলে প্রতি দিন জেলার কোথাও না কোথাও কংগ্রেস-বামফ্রন্ট ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনা ঘটছে। এতে আগের তুলনায় দল অনেক শক্তিশালী হয়েছে।’’ দলত্যাগ প্রসঙ্গে সিপিএমের লালবাগ জোনাল কমিটির দীপঙ্কর চক্রবর্তী বলেন, ‘‘এ দিন বামফ্রন্ট ছেড়ে চলে গিয়েছে, তাদের অনেকেই গত বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে কাজ করেছে। ব্যক্তিগত স্বার্থে তার দল ছেড়েছে। এতে দলের কোনও ক্ষতি হবে না।’’