পরিদর্শনে মন্ত্রী। নিজস্ব চিত্র
ফের গঙ্গায় ভাঙন শমসেরগঞ্জের বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের ঘনশ্যামপুরে। এই আবহে শুক্রবার সকালে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। শমসেরগঞ্জেআসেন তিনি।
ধুলিয়ান গঙ্গা ঘাট থেকে নৌকোয় করে দিঘড়ি, মহেশটোলা, প্রতাপগঞ্জ, চাচণ্ড, ধুসরিপাড়া, ধানঘড়া, নিমতিতা প্রভৃতি এলাকায় ভাঙন পরিদর্শন করেন মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি চক্রবর্তী, জঙ্গিপুরের মহকুমা শাসক সিনজন শেখর, সাংসদ খলিলুর রহমান, শমসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং বেশ কিছু সরকারি আধিকারিক। ভাঙন এলাকা পরিদর্শন শেষে নিমতিতা থেকে আবার কলকাতার উদ্দেশে রওনা দেন পার্থ। তার আগে
সাংবাদিকদের তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ভাঙন এলাকা পরিদর্শনে এসেছি। ইতিমধ্যেই ভাঙন রোধে কাজ চলছে। আমরা পরিদর্শন করলাম। এলাকার মানুষের দুর্বিসহ অবস্থার কথা মুখ্যমন্ত্রীকে জানাব। আগামী দিনে ভাঙন রোধে যাবতীয় ব্যবস্থা রাজ্য সরকার নেবে। তবে এই ভাঙন রুখতে কেন্দ্রের সহযোগিতা প্রয়োজন।’’
এ দিকে, মন্ত্রীর কাছে নিজেদের অভাব-অভিযোগ জানাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন ভাঙনে ক্ষতিগ্রস্ত শমসেরগঞ্জের প্রতাপগঞ্জ ও ঘনশ্যামপুর এলাকার বাসিন্দারা। প্রকাশ সরকার, প্রদীপ সরকাররা বলেন, ‘‘ভাঙনে আমরা চরম ক্ষতিগ্রস্ত। আর আমাদের সঙ্গে কথা না বলেই মন্ত্রী ঘুরে চলে গেলেন। আমরা ভাঙন রোধে স্থায়ী সমাধান চাই।’’