জঙ্গিপুর পুর এলাকায় সিসিটিভি নজরদারি শুরু। নিজস্ব চিত্র
গোটা পুর এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো হল মুর্শিদাবাদের জঙ্গিপুরে। যার নজরদারি চালাবে পৌরসভা। শহরে অসামাজিক কাজকর্ম রুখতে ও সাধারণ মানুষের নিরাপত্তা বাড়াতেই শহরের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে পুরসভা।
মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুরসভার এলাকা অনেকটাই বড়। ভাগীরথী নদীর এ পারে জঙ্গিপুর শহর আর অপর পারে রঘুনাথগঞ্জ। দুই মিলিয়েই জঙ্গিপুর পুরসভা এলাকা। এ বার পুরসভার সব ওয়ার্ডেই বসানো হল সিসিটিভি ক্যামেরা।
এ দিন জঙ্গিপুর পুরসভার প্রশাসক মোজাহারুল ইসলাম জানান, পুর এলাকায় যাতে অপরাধের সংখ্যা কমে তার জন্যই বিভিন্ন ওয়ার্ডে ৮৬টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।